আমির খানের পথে রণবীর সিংও! তিনিও নরেন্দ্র মোদির বিরুদ্ধে সুর চড়ালেন। আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী বা তাঁর দলকে নয়, বিরোধী পক্ষকে ভোট দেওয়ার অনুরোধ জানালেন তিনি! এমন একটি ভিডিও বৃহস্পতিবার সকাল থেকে ভাইরাল। নায়কের অনুরাগীরা আচমকা এই ভিডিও দেখে বিস্মিত। পরে খুঁটিয়ে দেখতেই জল আর দুধ আলাদা হয়ে গিয়েছে। খবর, আমিরের মতোই রণবীরের ভিডিওটিও নাকি বিকৃত। ডিপফেক করা। যেখানে তিনি বিরোধী দল কংগ্রেসের হয়ে ভোট চেয়েছেন।

দিন কয়েক আগে বারাণসীতে ফ্যাশন শো-তে অংশ নিয়েছিলেন রণবীর। সঙ্গী কৃতি শ্যানন, ডিজাইনার মণীশ মালহোত্রা। সেখানে তাঁকে কাশী বিশ্বনাথ মন্দিরেও পুজো দিতে দেখা যায়। পরে তিনি একটি ভিডিওতে ‘ঘাটের শহর’ (একাধিক ঘাট দ্বারা পরিবেষ্টিত শহর)-এর রক্ষণাবেক্ষণের ভূয়সী প্রশংসা করেন। প্রশংসা করেন প্রধানমন্ত্রীরও। সেই ভিডিও ক্লিপটিরই বিকৃত ভিডিও বানানো হয়েছে। খুঁটিয়ে দেখলেই বোঝা যাচ্ছে, বক্তব্যের সঙ্গে রণবীরের ঠোঁট কোথাও মেলেনি।

দিন কয়েক আগে একই ঘটনা ঘটেছিল আমির খানের সঙ্গে। তোলপাড় বলিউড এবং রাজনৈতিক মহল্লা, হঠাৎ কেন তিনি বিরোধী পক্ষে যোগ দিলেন? পরে তিনি থানায় গিয়ে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনেন। সবাই বোঝেন, শুধুই নায়িকা নন, নায়কও ডিপফেকের শিকার হতে পারেন। সেই দলেই নয়া সংযোজন রণবীর। যদিও বিষয়টি নিয়ে তিনি এখনও মুখ খোলেননি। এর আগে তাঁকে প্রধানমন্ত্রীর একাধিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে। আমিরের মতো তিনিও কোনও দিন প্রত্যক্ষ রাজনীতিতে জড়াননি।