‌আজকাল ওয়েবডেস্ক:‌ সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার জবাব দিয়েছে তেহরান। ইজরায়েলে হামলা চালিয়েছে ইরান। এরপরই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইহুদী রাষ্ট্রটি।  
ইরানি হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য সোমবারই মন্ত্রিসভার বৈঠক ডাকেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সূত্রের খবর, ইরানে শীঘ্রই পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইজরায়েলের মন্ত্রিসভা। সূত্রের খবর, ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করতে পারে ইজরায়েল। এরপরই ইরান পারমাণবিক কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, সাদ্দাম হোসেন ক্ষমতায় থাকাকালীন ১৯৮১ সালে ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছিল ইজরায়েল। আমেরিকা ওই হামলার বিরোধিতা করলেও তাতে কর্ণপাত করেনি ইজরায়েল সরকার। এছাড়াও ইরানের পারমাণবিক কেন্দ্রে ‘স্টাক্সনেট’ নামের কম্পিউটার ভাইরাস ছড়িয়ে দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র ‘নিউক্লিয়ার সেন্ট্রিফিউজ’ ধ্বংস করেছিল ইজরায়েল। পরবর্তীতে এই ভাইরাস বিশ্বব্যাপী সাধারণ কম্পিউটারেও ছড়িয়ে পড়ে।