সংবাদসংস্থা মুম্বই : আবারও আইটেম ড্যান্সে মাধুরী দীক্ষিত! শুধু তাই নয়, তাঁর সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যা বালন। "ভুলভুলাইয়া ৩" ছবিতে দেখা যাবে তাঁদের! নতুন খবরে খুশি দুই অভিনেত্রীর অনুরাগীরা।
কার্তিক আরিয়ান ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করেছেন। ঝটিকা সফরে শেষ করেছেন কলকাতার শুটিং শেডিউল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তৃপ্তি দিমরি। সূত্রের খবর, দীক্ষিত এবং বালান সিনেমায় "অমি যে তোমার" গানটিতে স্ক্রিন শেয়ার করবেন। রিপোর্ট অনুসারে, নির্মাতারা "ভুলভুলাইয়া ৩"-এ অভিনেত্রীদের একটি বিশেষ "আইটেম নম্বর" পরিকল্পনা করেছিলেন। ভূষণ কুমার এবং তার দল জনপ্রিয় গানটির একটি নতুন উপস্থাপনা নিয়ে কাজ করছেন। আগামী মাসে গানটির শুটিং করার পরিকল্পনা রয়েছে। খুব তাড়াতাড়ি গানের সিকোয়েন্স নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। ছবিটি চলতি বছরের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে । পরিচালক আনিস বাজমি উল্লেখ করেছেন, অক্ষয় কুমার নতুন সিনেমার অংশ নাও হতে পারেন।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, বিদ্যা বালান, শাইনি আহুজা ও আমিশা পাটেল অভিনীত "ভুলভুলাইয়া"! এছাড়াও একঝাঁক তারকা ছিল গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিটি বক্সঅফিসে বাজিমাত করেছিল। ২০২২ সালে মুক্তি পায় ছবির সিক্যুয়েল। যেখানে কার্তিক আরিয়ান, কিয়ারা আদবানি ও তাবু বাজিমাত করেছিলেন। ছবির তৃতীয় কিস্তিতে আবারও টিমে ফিরছেন বিদ্যা।
কার্তিক আরিয়ান ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করেছেন। ঝটিকা সফরে শেষ করেছেন কলকাতার শুটিং শেডিউল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তৃপ্তি দিমরি। সূত্রের খবর, দীক্ষিত এবং বালান সিনেমায় "অমি যে তোমার" গানটিতে স্ক্রিন শেয়ার করবেন। রিপোর্ট অনুসারে, নির্মাতারা "ভুলভুলাইয়া ৩"-এ অভিনেত্রীদের একটি বিশেষ "আইটেম নম্বর" পরিকল্পনা করেছিলেন। ভূষণ কুমার এবং তার দল জনপ্রিয় গানটির একটি নতুন উপস্থাপনা নিয়ে কাজ করছেন। আগামী মাসে গানটির শুটিং করার পরিকল্পনা রয়েছে। খুব তাড়াতাড়ি গানের সিকোয়েন্স নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। ছবিটি চলতি বছরের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে । পরিচালক আনিস বাজমি উল্লেখ করেছেন, অক্ষয় কুমার নতুন সিনেমার অংশ নাও হতে পারেন।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, বিদ্যা বালান, শাইনি আহুজা ও আমিশা পাটেল অভিনীত "ভুলভুলাইয়া"! এছাড়াও একঝাঁক তারকা ছিল গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিটি বক্সঅফিসে বাজিমাত করেছিল। ২০২২ সালে মুক্তি পায় ছবির সিক্যুয়েল। যেখানে কার্তিক আরিয়ান, কিয়ারা আদবানি ও তাবু বাজিমাত করেছিলেন। ছবির তৃতীয় কিস্তিতে আবারও টিমে ফিরছেন বিদ্যা।
