শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | ROBERT: সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেব: রবার্ট বঢরা

Sumit | ১৬ এপ্রিল ২০২৪ ১৩ : ১৮Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক:  রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরা। মথুরার বাঁকে বিহারী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, রাজনীতিতে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে। বহু মানুষ আমাকে রাজনীতিতে প্রবেশের অনুরোধও করেছেন। তবে আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেব। তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। সাধারণ মানুষ রাহুল এবং প্রিয়াঙ্কার কঠোর পরিশ্রমের মূল্য দেবেন। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই রবার্ট বঢরা রাজনীতিতে যোগদানের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমেঠী থেকেই তিনি হয়তো নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করতে পারেন। স্মৃতি ইরানিকে কটাক্ষ করে রবার্ট বঢরা বলেন, আমেঠীর মানুষ স্মৃতির ইরানির কাজে হতাশ। তারা চান গান্ধী পরিবারের কেউ সেখানে ফের আসুক। বঢরা আরও বলেন, আমেঠীবাসী মনে করেন, তারা একবার যে ভুল করেছে তা ফের তারা করবে না। আমেঠীর বর্তমান সংসদকে এলাকায় দেখাই যায়না। তিনি শুরু গান্ধী পরিবারকেই আক্রমণ করতে ব্যস্ত। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24