আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা। মৃত ৫, আহত অন্তত ৪০। মঙ্গলবার সন্ধে বেলা পুরী থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিল বাসটি। আনুমানিক বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অন্তত ৪০। জানা গিয়েছে, ওড়িশা থেকে কলকাতায় ফেরার পথে জজপুর জেলায় জাতীয় সড়কের উপর একটি ফ্লাইওভার থেকে নীচে পড়ে যায় বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে। বাস চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জয়পুরের চিফ ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার।
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছে ওড়িশা সরকার।
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছে ওড়িশা সরকার।
