শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Murshidabad: লোকসভা নির্বাচনের মুখে অপসারিত মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমার

Kaushik Roy | ১৫ এপ্রিল ২০২৪ ১৮ : ২৪Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের মুখে সোমবার হঠাৎই অপসারিত হলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমার। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন কোনো পদে বদলি করতে হবে মুকেশ কুমারকে। অপসারণের নির্দেশের পরই ওই আইপিএস অফিসারকে তীব্র আক্রমণ করেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। দুদিন আগে মুর্শিদাবাদের শক্তিপুর, রেজিনগর এবং বেলডাঙা থানা এলাকায় ঘটে যাওয়া একটি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঠিকমত সামাল দিতে না পারায় এই বদলি।

এমনই দাবি করছেন প্রশাসনের একাংশ। অধীরের বক্তব্য, ওনার নেতৃত্বে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনকে বানচাল করার চেষ্টা হচ্ছিল। উনি শিক্ষিত হতে পারেন কিন্তু পুলিশের পোশাক পড়ে উনি একজন ‘ক্রিমিনাল’। নির্বাচন কমিশনের পক্ষে আমি বহরমপুর এবং মুর্শিদাবাদের মানুষকে কথা দিয়েছি এখানে শান্তিপূর্ণ ভোট হবে। নিরপেক্ষ নির্বাচনকে বানচাল করার যাঁরা চেষ্টা করছেন তাঁদের মধ্যে এক নম্বর ছিলেন ওই আইপিএস অফিসার। বহরমপুর থানার আইসি এবং খাগড়ার টাউন আউট পোস্টের দায়িত্ব প্রাপ্ত অফিসারের বিরুদ্ধেও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন অধীর।




বিশেষ খবর

নানান খবর

Celebrating Guru Nanak Jayanti  #GuruNanakJayanti #Gurpurab #NanakNaam #EqualityForAll #PeaceAndHarmony

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24