আজকাল ওয়েববেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। ডোডা জেলায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। আহত হয়েছেন আরও ৪ জন।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে খানপুরা এলাকায়। থাথ্রি থেকে খানপুরার দিকে যাচ্ছিল গাড়িটি। আচমকা নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে উল্টে পড়ে।
গাড়ির যাত্রীদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুইজনকে প্রথমে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসা চলাকালীন আরও তিনজনের মৃত্যু হয়। এখনও হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।