আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের ওপর যে কোনও সময় হামলা চালাতে পারে ইরান। এদিকে, ইরানকে হামলা না চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল। এই পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য হামলার জবাবে উপসাগরীয় এলাকায় অবস্থিত মার্কিন কোনও ঘাঁটি ব্যবহার না করার জন্য আমেরিকাকে হুঁশিয়ারি দিল সংশ্লিষ্ট দেশগুলো। এক সিনিয়র মার্কিন সেনা আধিকারিক বলেন, উপসাগরীয় এলাকার মার্কিন মিত্ররা তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি থেকে ইরান কিংবা তাদের প্রতিপক্ষের ওপর হামলা না চালাতে বলেছে। এদিকে, উত্তেজনা তীব্র হতে থাকায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান ও কুয়েত তেল–সমৃদ্ধ দ্বীপজুড়ে মোতায়েন হাজার হাজার মার্কিন সেনার উপস্থিতির অনুমোদন–সংশ্লিষ্ট চুক্তিগুলো নিয়ে প্রশ্ন তুলছে। ইরানের ওপর প্রতিশোধমূলক মার্কিন হামলার ক্ষেত্রে এসব উপসাগরীয় দেশ তাদের আকাশসীমা দিয়ে মার্কিন বিমানের উড়ান প্রতিরোধ করার পদক্ষেপও নিচ্ছে। উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আমেরিকা দশকের পর দশক ধরে বিনিয়োগ করছে। এসব ঘাঁটি ইরানের খুব কাছে হওয়ায় এগুলো থেকে সবচেয়ে সহজে ইরানে হামলা চালাতে পারবে আমেরিকা। কিন্তু এ ব্যাপারে উপসাগরীয় দেশগুলোর অনীহা বাইডেন প্রশাসনের প্রস্তুতি জটিল করে তুলেছে।
