সংবাদসংস্থা, মুম্বই: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর পূজা আনন্দনীকে কাজের সুযোগ দেবে বলিউডের "খিলাড়ি" অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস? সেই ভুয়ো খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অথচ এ সম্পর্কে কিছুই জানেন না অভিনেতা। অবশেষে, মুম্বইয়ের জুহু থানায় মামলা দায়ের করা হলে গ্রেপ্তার হয় একজন ব্যক্তি। সন্দেহভাজন, ওই ব্যক্তির নাম প্রিন্স কুমার সিনহা। ২৯ বছর বয়সী ওই যুবক পূজার সঙ্গে প্রতারণা করেছেন, এই মর্মে মামলা দায়ের জমা পড়েছে।
সন্দেহভাজন ওই ব্যক্তি নাম লুকিয়ে পূজার সঙ্গে যোগাযোগ করেন প্রাথমিকভাবে। জানান নির্ভয়া কাণ্ডের ওপর ভিত্তি করে একটি ছবি তৈরি হবে। শুধু তাই নয়, এই মর্মে জুহু এলাকায় দেখা করার অনুরোধ করেন তিনি। প্রথমে একটা ক্যাফেতে দেখা করেছিলেন পূজা। ওই ব্যক্তি সঙ্গে একজন ফটোগ্রাফারকে নিয়ে আসেন। পূজাকে পোজ দিতে অনুরোধ করেন। জানান ওই ফটোগ্রাফার নাকি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন। নিজেকে রোহন মেহরা হিসেবে পরিচয় দিয়েছিলেন সন্দেহজনক ওই ব্যক্তি । ওই নামেই এক ব্যক্তি কাজ করেন অক্ষয় কুমারের প্রোডাকশন হাউসে। নাম ভাঁড়ামি থেকেই সমস্যার সূত্রপাত। পুলিশ সূত্রের খবর তেমনটাই।
যদিও মিথ্যের জালে পা দেননি পূজা। জুহুর ম্যারিওট হোটেলে পুনরায় মিটিংয়ের কথা হলে, চুপি চুপি জুহু পুলিশকে খবর দেন পূজা। সেখানেই পুলিশের জালে ধরা পড়েন প্রিন্স কুমার সিনহা। মামলা দায়ের করেন পূজা।
সন্দেহভাজন ওই ব্যক্তি নাম লুকিয়ে পূজার সঙ্গে যোগাযোগ করেন প্রাথমিকভাবে। জানান নির্ভয়া কাণ্ডের ওপর ভিত্তি করে একটি ছবি তৈরি হবে। শুধু তাই নয়, এই মর্মে জুহু এলাকায় দেখা করার অনুরোধ করেন তিনি। প্রথমে একটা ক্যাফেতে দেখা করেছিলেন পূজা। ওই ব্যক্তি সঙ্গে একজন ফটোগ্রাফারকে নিয়ে আসেন। পূজাকে পোজ দিতে অনুরোধ করেন। জানান ওই ফটোগ্রাফার নাকি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন। নিজেকে রোহন মেহরা হিসেবে পরিচয় দিয়েছিলেন সন্দেহজনক ওই ব্যক্তি । ওই নামেই এক ব্যক্তি কাজ করেন অক্ষয় কুমারের প্রোডাকশন হাউসে। নাম ভাঁড়ামি থেকেই সমস্যার সূত্রপাত। পুলিশ সূত্রের খবর তেমনটাই।
যদিও মিথ্যের জালে পা দেননি পূজা। জুহুর ম্যারিওট হোটেলে পুনরায় মিটিংয়ের কথা হলে, চুপি চুপি জুহু পুলিশকে খবর দেন পূজা। সেখানেই পুলিশের জালে ধরা পড়েন প্রিন্স কুমার সিনহা। মামলা দায়ের করেন পূজা।
