শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ এপ্রিল ২০২৪ ২৩ : ৫৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দমদম বিমানবন্দরে সমর্থকদের আবেগের বিস্ফোরণ। দল কলকাতায় পৌঁছনোর অনেক আগে থেকেই ভিড় জমিয়েছিল সমর্থকরা। সাদা কালো পতাকার ছেয়ে যায় বিমানবন্দর চত্বর। টিমের বাস ঘিরে চলে উৎসব। পতাকা, ঢাক, ঢোল, ব্যান্ড সবই ছিল। কোচ আন্দ্রে চের্নিশভ বেরোনো মাত্র তাঁকে কোলে তুলে নেয় সমর্থকরা। চলে নাচানাচি। মালা, ফুলের স্তবক দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। আবেগে ভেসে যান রাশিয়ান কোচও। একমুখ হাসি নিয়ে দু"হাত শূন্যে তুলে সমর্থকদের সঙ্গে উৎসবে গা ভাসিয়ে দেন। চের্নিশভকে মালা পরিয়ে স্বাগত জানান সাদা কলোর কর্তা বেলাল আহমেদ।