আর হাতেগোনা ২৪ দিন। তারপরেই তাঁরা দেখা দেবেন। মুখোমুখি হবেন সবার। ‘আলাপ’ করবেন সবার সঙ্গে। কিন্তু কবে, কোথায় তাঁরা আসছেন? তারই সাড়ম্বর ঘোষণায় পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকী। জানালেন, ২৬ এপ্রিল আসছেন আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী। সবার সঙ্গে আলাপ করতে। অবশ্যই বড়পর্দায়। পরিচালকের নতুন ছবি ‘আলাপ’-এ। এই ছবি দিয়ে তাঁরা প্রথম রোমান্টিক-কমেডি ছবিতে জুটি বাঁধলেন। এর আগে জুটিকে প্রথম দেখা গিয়েছে অ্যাকশন-থ্রিলার ‘রক্তবীজ’-এ। ছবিতে আবীর-মিমির সঙ্গে থাকছেন স্বস্তিকা দত্ত, তন্বী লাহা রায়, দেবপ্রিয় প্রমুখ। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Surinder Films (@surinderfilms)