কখনও বাবা খবরের শিরোনামে তো কখনও ছেলে। এখন ছেলের পালা। তাই বলিউড তোলপাড় আরিয়ান খানের প্রেমের খবরে। জোর গুঞ্জন, শাহরুখ খানের বড় ছেলে নাকি এক ব্রাজিলিয়ান সুন্দরীর প্রেমে হাবুডুবু। পেশায় মডেল লারিসা বোনেসির সঙ্গে নাকি দেখা গিয়েছে। এমনই এক ভিডিও ভাইরাল। এখানেই শেষ নয়, তাঁরা পরস্পরকে নাকি সপরিবার অনুসরণ করেন। অর্থাৎ, লারিসা সামাজিক মাধ্যমে আরিয়ানের পাশাপাশি অনুসরণ করেন তাঁর পুরো পরিবারকে। একই ভাবে আরিয়ানও খুঁটিয়ে দেখেন লারিসা এবং তাঁর পরিবারের বাকিদের সামাজিক পাতা।

গুঞ্জন ছড়ানোর পরেই উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। লারিসার মায়ের জন্মদিনে শাহরুখ-পুত্র নাকি বহুমূল্য উপহার দিয়েছেন। যা পরে লারিসা তাঁর সামাজিক পাতায় ভাগ করে নেন। যদিও কে এই উপহার দিয়েছেন সে কথা তিনি ভুল করেও ফাঁস করেননি। কখনও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ, কখনও মাদকদ্রব্য পাচারের অভিযোগে খবরে তিনি। তাঁর প্রেম জীবন নিয়ে চর্চা চললেও এত বড় আকারের গুঞ্জন কখনও শোনা যায়নি। তবে তাঁর প্রেমিকার তালিকাও নেহাৎ খাটো নয়। নভ্যা নভেলি নন্দা, শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে এবং পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। যদিও পাক অভিনেত্রী সেই গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।