শনিবার ২৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিদেশ | ইজরায়েলে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, গাজায় যুদ্ধবিরতির আহ্বান পোপ ফ্রান্সিসের

Pallabi Ghosh | ০১ এপ্রিল ২০২৪ ১৫ : ০২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দেশটির রাজধানী তেল আভিভ বিক্ষোভে উত্তাল। এতে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ।
ইহুদিবাদী এই নেতাকে ‘চুক্তির পথে বাধা’ বলে উল্লেখ করে তাঁকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিক্ষোভকারীরা। তবে নেতানিয়াহু জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না।
গাজা ভূখণ্ডে হামলাকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলের প্রবল চাপে রয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক জোট। গাজায় পণবন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গেও সংহতি জানিয়েছেন এসব আন্দোলকারী।
গত শনিবার শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়েছে তেল আভিভ, জেরুজালেম, হাইফা, বেয়ার শেভা, সিজারিয়া এবং অন্যান্য শহরে। প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসা হাজারও বিক্ষোভকারী গাজায় এখনও বন্দি থাকা ইজরায়েলিদের মুক্তির দাবি জানান।
বিক্ষোভে অংশ নিয়ে পণবন্দি লিরি আলবাগের মা শিরা আলবাগ বলেন, ‘আমার ছেলে এবং অন্য পণবন্দিরা কী অবস্থায় আছে, সেই চিন্তা ও ভয়ে ১৭৬ দিন ধরে অন্য কিছু ভাবতে পারি না। তিনি বলেন, পণবন্দি বিনিময় চুক্তিতে যে-ই বাধা হয়ে দাঁড়াবে, তাকে ইজরায়েলের জনগণ ক্ষমা করবেন না। এখন আর কোনও অজুহাত চলবে না।’
বিক্ষোভে অংশগ্রহণকারী গাজায় বন্দি মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার বলেছেন, "আমরা অবিলম্বে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে না পারলে স্বজনদের জীবিত এবং দ্রুত বাড়ি ফিরিয়ে আনতে পারব না। আসবে তাদের লাশ। তাই আমরা আমাদের সংগ্রামের একটি নতুন পর্যায় শুরু করতে বাধ্য হয়েছি।"
শনিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা জেরুজালেমে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের বাইরে জড়ো হন। এ ছাড়া রবিবার শহরে আরেকটি গণবিক্ষোভের ডাক দেওয়া হয়। এদিকে, বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে রয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনকে।
এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কাছে পণবন্দি ইসরায়েলিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি ইস্টার সানডের বার্তায় এ আহ্বান জানান।স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও ৮৭ বছর বয়সি পোপ ভ্যাটিকানে ইস্টার জমায়েত পরিচালনা করেন। খবর বিবিসির।
বিশ্বব্যাপী সংঘাতের প্রসঙ্গ টেনে পোপ অস্ত্র ছাড়ার আহ্বান জানান। তিনি বলেন, "অস্ত্রের মাধ্যমে শান্তি আসে না। হৃদয় খুলে হাত বাড়ানোর মাধ্যমে শান্তি আসে। পোপের ভাষণ শুনতে সেন্ট পিটার্স স্কয়ারে হাজারও লোক জড়ো হন।"
ইজরায়েল ও হামাসের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরুর প্রসঙ্গ টেনে ফ্রান্সিস বলেন, "আমি আরও একবার আহ্বান জানাই, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে। যুদ্ধবিরতির জন্য ৭ অক্টোরের পণবন্দিদের মুক্ত করার আহ্বান জানাই।" এসময় তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতেও কথা বলেন।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দুবাইগামী বিমানে যাত্রীদের জন্য নিয়মে বড়সড় পরিবর্তন, না জানলেই সমস্যায় পড়বেন...

জন্মদিন পালন করতে গিয়ে অঘটন! আটলান্টায় নিজের গুলিতেই মৃত্যু ভারতীয় ছাত্রের...

নিজের প্রিয় বন্ধুর সঙ্গে প্রেমে মত্ত মা, কথা কানে আসতেই তুমুল হইচই, জানতে পেরে কী করল ছেলে?  ...

ফের ছড়াচ্ছে উত্তেজনা, ইউক্রেনের দিকে নতুন মিসাইল হামলা চালাল রাশিয়া...

হাসিনা বিরোধী ছাত্রসংগঠনদের মধ্যে সংঘর্ষ, রিকশা চালকদের অবরোধ, ইউনূস জমানায় উত্তাল ঢাকা...

সপ্তাহে ৩০ ঘণ্টা কাজ, কোটি কোটি টাকা উপার্জন তরুণের, কীভাবে? জানলে চমকে উঠবেন ...

এবার কী ওয়ার্ক ফ্রম হোম বন্ধ হতে চলেছে আমেরিকায়, কী বলছে ইলন-বিবেক জুটি ...

বৌয়ের কথা মনে পড়ে খালি! কাছে পেতে কত কিলোমিটার পাড়ি দিলেন স্বামী? শুনলে চমকে উঠবেন...

রাজনীতি-প্রযুক্তি এক ফ্রেমে, কোন নতুন দিন দেখতে চলেছে বিশ্ববাসী...

বিলাসবহুল গাড়ির ডিকিতে পচা দুর্গন্ধ, খুলতেই আঁতকে উঠল পুলিশ, তদন্ত চালাচ্ছেন ৬০ জন গোয়েন্দা...

জেমিনি চ্যাটবটে নতুন ফিচার, কতটা সুবিধা হবে সকলের...

কাজের চাপ কমাতে ডেটিং করুন, অ্যাপ খুলে দিল কোম্পানি, কোথায় চালু আজব এই নিয়ম...

বসকে বকুনি দেওয়ার লোক এসে গিয়েছে, কোন কোম্পানি চালু করল এই নতুন নিয়ম?...

সাইবার আক্রমণে নতুন হাতিয়ার, সহজেই বোকা হবেন আপনি ...

ক্যান্সারের খরচ জোগাতে লোকের থেকে টাকা তুলেছিলেন, সেই টাকায় কী করলেন যুবক ...

প্রাচীন পৃথিবীর রহস্য উন্মোচিত, অ্যান্টার্কটিকায় কী আবিষ্কার করলেন বিজ্ঞানীরা ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24