আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। খাদে বাস উল্টে মৃত্যু ৩ জনের, জখম অন্তত ১১। এই দুর্ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের তেহরি জেলায়। জানা গিয়েছে ওই বাসের গন্তব্য ছিল চাম্বা। রবিবার সকালে যাত্রাপথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে। দুর্ঘটনার সময় গাড়িতে ১৪ জন যাত্রী ছিলেন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। তাঁদের নাম ধরমবীর অসওয়াল এবং ঋতিকা। জগবীর সিং রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় বাসে ১৪ জন যাত্রী ছিলেন। জখম যাত্রীদের মধ্যে ১০ জনকে ঋষিকেশ এইমস-এ নিয়ে যাওয়া হয়েছে।
