সংবাদসংস্থা মুম্বই : ছবির প্রচারে বেরিয়ে বিড়ম্বনায় পড়লেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। রেগে গিয়ে কী বললেন তিনি?
আর কিছুদিন পরেই মুক্তি পাবে পরিণীতি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি "চমকিলা"! সেই ছবির প্রচারে তুমুল ব্যস্ত তিনি। অভিনেত্রীকে বৃহস্পতিবার (২৮ মার্চ) মুম্বইতে একটি কালো পোশাকে ইভেন্টে অংশ নিতে দেখা গিয়েছিল। সেই ছবি এবং ভিডিওগুলি সামনে আসার পরেই, নেটিজেনরা অনুমান করছেন যে অভিনেত্রী সন্তানসম্ভবা।
শুধু মতই নয় , "চমকিলা"র ট্রেলার লঞ্চ ইভেন্টে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পরে, অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছিলেন, "কাফতান পোশাক = গর্ভাবস্থা, বড় আকারের শার্ট = গর্ভাবস্থা, আরামদায়ক ভারতীয় কুর্তা = গর্ভাবস্থা।" পোস্টের সঙ্গে একটি হাসির ইমোজিও পোস্ট করেছেন তিনি। পোশাক যেমনই হোক, সমালোচনা হবেই। যেন তেমনটি বোঝাতে চেয়েছেন তিনি।
কয়েক মাস আগে, অভিনেত্রীকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। সেই সময়েও ঢিলেঢালা পোশাক পরেছিলেন। একই রকমভাবে আগেও ছড়িয়েছিল পরিণীতির মাতৃত্বের গুঞ্জন। যাইহোক, অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র সমস্ত গুজব অস্বীকার করেছেন।
ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে ২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টি (এএপি) নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি।
আর কিছুদিন পরেই মুক্তি পাবে পরিণীতি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি "চমকিলা"! সেই ছবির প্রচারে তুমুল ব্যস্ত তিনি। অভিনেত্রীকে বৃহস্পতিবার (২৮ মার্চ) মুম্বইতে একটি কালো পোশাকে ইভেন্টে অংশ নিতে দেখা গিয়েছিল। সেই ছবি এবং ভিডিওগুলি সামনে আসার পরেই, নেটিজেনরা অনুমান করছেন যে অভিনেত্রী সন্তানসম্ভবা।
শুধু মতই নয় , "চমকিলা"র ট্রেলার লঞ্চ ইভেন্টে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পরে, অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছিলেন, "কাফতান পোশাক = গর্ভাবস্থা, বড় আকারের শার্ট = গর্ভাবস্থা, আরামদায়ক ভারতীয় কুর্তা = গর্ভাবস্থা।" পোস্টের সঙ্গে একটি হাসির ইমোজিও পোস্ট করেছেন তিনি। পোশাক যেমনই হোক, সমালোচনা হবেই। যেন তেমনটি বোঝাতে চেয়েছেন তিনি।
কয়েক মাস আগে, অভিনেত্রীকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। সেই সময়েও ঢিলেঢালা পোশাক পরেছিলেন। একই রকমভাবে আগেও ছড়িয়েছিল পরিণীতির মাতৃত্বের গুঞ্জন। যাইহোক, অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র সমস্ত গুজব অস্বীকার করেছেন।
ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে ২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টি (এএপি) নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি।
