শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | GOVINDA: শিন্ডে সেনায় যোগ দিলেন গোবিন্দা, লড়তে পারেন লোকসভা ভোটেও

Sumit | ২৮ মার্চ ২০২৪ ১৭ : ৫৩Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ফের একবার রাজনীতির ময়দানে দেখা যাবে অভিনেতা গোবিন্দাকে। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তিনি একনাথ শিণ্ডে শিবিরের সঙ্গে যোগ দিলেন। মুম্বইতে শিব সেনার সঙ্গে যোগ দিয়ে তিনি বলেন, দেশের হয়ে কিছু করতে চাই। তাই ফের রাজনীতির মাঠে নামলাম। উত্তর-পশ্চিম মুম্বই থেকে শিব সেনার হয়ে লোকসভা ভোটে লড়তে পারেন গোবিন্দা, এমনটাই জানা গিয়েছে। যদিও গোবিন্দার এই যোগদানকে কটাক্ষ করলেন এনসিপি শিবির। তাঁদের নেতা জয়ন্ত পাটিল জানিয়েছেন, গোবিন্দা একজন জনপ্রিয় অভিনেতা নন। শিণ্ডে শিবিরের অনেক ভেবে কাজ করা উচিত ছিল। প্রসঙ্গত, ২০০৪ সালে উত্তর মুম্বই থেকে কংগ্রেসের হয়ে লোকসভা ভোটে লড়েছিলেন। সেই সময় বিজেপি নেতা রাম নায়েককে তিনি হারিয়েছিলেন। এরপর ২০০৯ সালে ফের কংগ্রেসের হয়ে ভোটে লড়তে তিনি আর রাজি ছিলেন না। প্রসঙ্গত, মহারাষ্ট্রের ৪৮ টি আসনে ৫ দফায় ভোট হবে। ১৯ এপ্রিল থেকে শুরু করে ভোট হবে ২০ মে পর্যন্ত। ফল জানা যাবে ৪ জুন।  




বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর



সোশ্যাল মিডিয়া



03 24