আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরে নির্বাচন তেলেঙ্গানায়। ঠিক তার আগে বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগদান নেতার। গড্ডাম বিবেকানন্দ, বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য এবং তেলেঙ্গানা বিজেপির ইস্তাহার কমিটির সদস্য তিনি। ভোটের আগে এই দলবদলের কারণ কী? গড্ডাম জানাচ্ছেন, তিনি কেসিআর শাসনের অবসান চান। আর ঠিক সেই কারণেই কংগ্রেসে যোগদান। তিনি বলেন, 'আমরা তেলেঙ্গানার জন্য সংগ্রাম চালাচ্ছি। কিন্তু তার সুবিধা ভোগ করছে কেবল একটি পরিবার। একটি পরিবারই উপকৃত। তাই বিআরএস এবং কেসিআরকে পরাস্ত করতে আমি কংগ্রেসে যোগদান করেছি।' তেলেঙ্গানায় রাহুলের প্রচরকালে গড্ডাম তাঁর সঙ্গে কথা বলেছেন। তেলেঙ্গানার কংগ্রেস প্রধান রেভান্থ রেড্ডি মনে করছেন গড্ডামের কংগ্রেসের যোগ দেওয়া একপ্রকার ঘরে প্রত্যাবর্তন। তাঁর বাবা জি ভেঙ্কটস্বামী কংগ্রেসম্যান, তাঁর ভাইও কংগ্রেসের প্রার্থী। বিবেকানন্দের কংগ্রেসে প্রত্যাবর্তনের পর চেন্নুর আসন নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। ওই আসনে এখনও প্রার্থী নাম প্রকাশ করেনি হাত শিবির। জল্পনা কয়েকগুণ বেড়েছে রেভান্থ রেড্ডির একটি মন্তব্যে। তিনি বলেছিলেন, ভেঙ্কটস্বামীর পরিবারের সঙ্গে গান্ধী পরিবার এবং কংগ্রেসের গভীর বন্ধন রয়েছে। আমরা চাই তৃতীয় প্রজন্মও কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকুক।' মনে করা হচ্ছে ওই আসনের টিকিট ভেঙ্কটস্বামীর পরিবারের তৃতীয় প্রজন্মের হাতে তুলে দেবে হাত শিবির।
Telangana: ভোটমুখী তেলেঙ্গানায় কংগ্রেসে যোগ দিলেন বিজেপি নেতা
আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরে নির্বাচন তেলেঙ্গানায়। ঠিক তার আগে বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগদান নেতার। গড্ডাম বিবেকানন্দ, বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য এবং তেলেঙ্গানা বিজেপির ইস্তাহার কমিটির সদস্য তিনি। ভোটের আগে এই দলবদলের কারণ কী? গড্ডাম জানাচ্ছেন, তিনি কেসিআর শাসনের অবসান চান। আর ঠিক সেই কারণেই কংগ্রেসে যোগদান। তিনি বলেন, 'আমরা তেলেঙ্গানার জন্য সংগ্রাম চালাচ্ছি। কিন্তু তার সুবিধা ভোগ করছে কেবল একটি পরিবার। একটি পরিবারই উপকৃত। তাই বিআরএস এবং কেসিআরকে পরাস্ত করতে আমি কংগ্রেসে যোগদান করেছি।' তেলেঙ্গানায় রাহুলের প্রচরকালে গড্ডাম তাঁর সঙ্গে কথা বলেছেন। তেলেঙ্গানার কংগ্রেস প্রধান রেভান্থ রেড্ডি মনে করছেন গড্ডামের কংগ্রেসের যোগ দেওয়া একপ্রকার ঘরে প্রত্যাবর্তন। তাঁর বাবা জি ভেঙ্কটস্বামী কংগ্রেসম্যান, তাঁর ভাইও কংগ্রেসের প্রার্থী। বিবেকানন্দের কংগ্রেসে প্রত্যাবর্তনের পর চেন্নুর আসন নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। ওই আসনে এখনও প্রার্থী নাম প্রকাশ করেনি হাত শিবির। জল্পনা কয়েকগুণ বেড়েছে রেভান্থ রেড্ডির একটি মন্তব্যে। তিনি বলেছিলেন, ভেঙ্কটস্বামীর পরিবারের সঙ্গে গান্ধী পরিবার এবং কংগ্রেসের গভীর বন্ধন রয়েছে। আমরা চাই তৃতীয় প্রজন্মও কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকুক।' মনে করা হচ্ছে ওই আসনের টিকিট ভেঙ্কটস্বামীর পরিবারের তৃতীয় প্রজন্মের হাতে তুলে দেবে হাত শিবির।
