চলতি বছরে সবে পাঁচ মাস হয়েছে। এই পাঁচ মাসে মহারাষ্ট্রে ঘটে যাওয়া অপরাধের সংখ্যা এসেছে সামনে। আর সেই সংখ্যা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল। বিরোধীরা বলছেন, বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ।
2
7
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২৫ সালের মাত্র পাঁচ মাসে ৩,৫০০ টিরও বেশি ধর্ষণ, ৯২৪টি খুনের ঘটনা রিপোর্ট করা হয়েছে
3
7
মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলীয় নেতা (এলওপি) আম্বাদাস দানভে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।
4
7
বিতর্কের সময় সরকারী অপরাধের তথ্য উদ্ধৃত করে, শিবসেনা (ইউবিটি) এমএলসি দাবি করেছেন যে ১ জানুয়ারী থেকে ৩১ মে, ২০২৫ এর মধ্যে মহারাষ্ট্রে ১.৬ লক্ষ ফৌজদারি মামলা রেকর্ড করা হয়েছে।
5
7
তিনি জানান, প্রথম পাঁচ মাসে সে রাজ্যে মোট ৯২৪টি খুনের ঘটনা ঘটেছে, গড়ে প্রতিদিন ছয়টি এবং ৩,৫০৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা প্রতিদিন ২৩টি। তথ্যও উল্লেখ করে তিনি জানান, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের।
6
7
রাজ্যে এই সময়কালে ৩০,০০০ চুরির ঘটনা এবং ১৫৬টি ডাকাতির ঘটনা নথিভুক্ত করা হয়েছে। মাদকাসক্তির ক্রমবর্ধমান সংখ্যাও যে রীতিমতো উদ্বেগের, তা উল্লেখ করে তিনি বলেন, এখন কেবল শহরে নয়, গ্রামাঞ্চল এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে মাদকাসক্তি।
7
7
দেবেন্দ্র ফড়নবিশের নিজ জেলা নাগপুরের প্রসঙ্গ তোলেন তিনি বক্তব্যে। জানান মুখ্যমন্ত্রীর জেলাতেই ৬,০০০টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে।