গুরুতর অসুস্থ পার্থসারথি দেব। খবর, হাসপাতালে ভর্তি তিনি। ভেন্টিলেশনে রয়েছেন। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল। প্রবীণ অভিনেতার ফোন ধরেছেন অভিনেতা বাপি দাস। তিনি জানান, অভিনেতার দেখভালের দায়িত্ব নিজে থেকেই কাঁধে তুলে নিয়েছেন। তিনি বলেন, ‘‘গত এক মাস ধরে বাঙুর হাসপাতালে ভর্তি পার্থদা। ওঁর সিওপিডি অর্থাৎ শ্বাসকষ্টের সমস্যা আছে। পাশাপাশি, ফুসফুসে সংক্রমণ। সব মিলিয়ে তিনি বেশ কাবু। তবে লোকজন চিনতে পারছেন। আমি নিয়মিত দেখতে যাচ্ছি। আমায় চিনতে পারছেন। তবে মুখে নল লাগানো। তাই কথা বলতে পারছেন না।’’
কী বলছেন চিকিৎসকেরা? বাপি জানিয়েছেন, যেহেতু দীর্ঘদিনের সমস্যা তাই চিকিৎসকেরা বলেছেন সুস্থ হতে সময় লাগবে। তবে অবস্থা স্থিতিশীল। পরিবার প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, পার্থসারথি বিয়ে করেননি। অভিনেতার ভাইপো-ভাইঝিরা দেখাশোনা করেন। কিন্তু প্রকৃত ঘটনা, অভিনেতা দূরদর্শনের রূপটানশিল্পী বিনীতা দেব বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অভিনেতা। তাঁদের এক মেয়ে। ২০১৮ থেকে বনিবনা নেই। ওই সময় মাকে নিয়ে অভিনেতা বেরিয়ে আসেন। তারপর থেকে তাঁরা আলাদা। বিনীতা আজকাল ডট ইনকে বলেছেন, ‘‘প্রচণ্ড অত্যাচার করতেন আমার উপরে। মারধর করতেন। বাবার কারণে মেয়ে একাধিক বার আত্মহত্যা করতে গিয়েছে। আমাকে নিয়েও নোংরা কথা বলে বেড়ান। কিছুতেই আইনি বিচ্ছেদ দিতে চাইছিলেন না। অবশেষে সেই পর্ব মিটেছে। কিন্তু হাতে এখনও কাগজ পাইনি।’’
তিনি আরও জানান, আর্টিস্ট ফোরাম থেকে অভিনেতার দেখভাল করা হচ্ছে। সেখান থেকেও বিনীতার নামে নানা মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। তাই, তিনি বা তাঁদের মেয়ে কেউই দেখতে যাননি পার্থসারথিকে। কোনও খোঁজও রাখছেন না। মঞ্চ-ছায়াছবি-ছোটপর্দায় টানা ৪০ বছর অভিনয় করেছেন পার্থসারথি দেব। তাঁকে শেষ দেখা গিয়েছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি "রক্তবীজ"-এ।
কী বলছেন চিকিৎসকেরা? বাপি জানিয়েছেন, যেহেতু দীর্ঘদিনের সমস্যা তাই চিকিৎসকেরা বলেছেন সুস্থ হতে সময় লাগবে। তবে অবস্থা স্থিতিশীল। পরিবার প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, পার্থসারথি বিয়ে করেননি। অভিনেতার ভাইপো-ভাইঝিরা দেখাশোনা করেন। কিন্তু প্রকৃত ঘটনা, অভিনেতা দূরদর্শনের রূপটানশিল্পী বিনীতা দেব বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অভিনেতা। তাঁদের এক মেয়ে। ২০১৮ থেকে বনিবনা নেই। ওই সময় মাকে নিয়ে অভিনেতা বেরিয়ে আসেন। তারপর থেকে তাঁরা আলাদা। বিনীতা আজকাল ডট ইনকে বলেছেন, ‘‘প্রচণ্ড অত্যাচার করতেন আমার উপরে। মারধর করতেন। বাবার কারণে মেয়ে একাধিক বার আত্মহত্যা করতে গিয়েছে। আমাকে নিয়েও নোংরা কথা বলে বেড়ান। কিছুতেই আইনি বিচ্ছেদ দিতে চাইছিলেন না। অবশেষে সেই পর্ব মিটেছে। কিন্তু হাতে এখনও কাগজ পাইনি।’’
তিনি আরও জানান, আর্টিস্ট ফোরাম থেকে অভিনেতার দেখভাল করা হচ্ছে। সেখান থেকেও বিনীতার নামে নানা মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। তাই, তিনি বা তাঁদের মেয়ে কেউই দেখতে যাননি পার্থসারথিকে। কোনও খোঁজও রাখছেন না। মঞ্চ-ছায়াছবি-ছোটপর্দায় টানা ৪০ বছর অভিনয় করেছেন পার্থসারথি দেব। তাঁকে শেষ দেখা গিয়েছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি "রক্তবীজ"-এ।
