শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | বাতিল হয়েও থেমে থাকিনি, মনের জোরে এগিয়ে গিয়েছি: শ্রেষ্ঠা প্রামাণিক

শ্যামশ্রী সাহা | ৩১ অক্টোবর ২০২৩ ১৭ : ৪৪


প্রতিযোগিতা ছাড়া থাকতে পারেন না! ‘না’ শুনলেই তেতে ওঠেন। স্বপ্ন বাস্তব করতে শ্রেষ্ঠা প্রামাণিকএর ‘পাখির চোখ’ কী? জেনে নিলেন শ্যামশ্রী সাহা 

প্রশ্ন: পুজো কেমন কাটল? নতুন কাজ, ছুটি পেলেন?

শ্রেষ্ঠা: পুজোর সময় শুটিং করতে হয়নি। বন্ধুদের সঙ্গে দার্জিলিং গিয়েছিলাম। খুব মজা করেছি।

প্রশ্ন: সকাল থেকে রাত অবধি শুটিং, কেমন লাগছে?

শ্রেষ্ঠা: খুব এনজয় করছি। সকাল ৮টায় কলটাইম। রাত ১০টা পর্যন্ত কাজ। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে কাজ শুরু হয়েছে। একটু চাপ আছে।

প্রশ্ন: কেরিয়ারের শুরুতে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকে কাজের সুযোগ, দারুণ তো?

শ্রেষ্ঠা: আমার কাছে কত বড় সুযোগ, আমি বলে বোঝাতে পারব না।

প্রশ্ন: এখানে অডিশন দিতে হয়েছে?

শ্রেষ্ঠা: হ্যাঁ। কিছুদিন আগে সব চ্যানেলেই অডিশন নেওয়া হচ্ছিল। আমি সব চ্যানেলেই অডিশন দিচ্ছিলাম। পজিটিভ কিছু হচ্ছিল না। তখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়েও যাচ্ছিলাম। সেই অবস্থাতেও অডিশন দিতে যেতাম।

প্রশ্ন: কী হয়েছিল?

শ্রেষ্ঠা: বাবার স্ট্রোক। হাসপাতাল-বাড়ি করছি। অডিশনও দিতে যাচ্ছি। এই সময় লীনাদির এই ধারাবাহিকের অডিশন ডাক পাই। তারপর লুক সেটের জন্য। কিছুদিন পরে জানানো হয়, ধারাবাহিকের মুখ্য চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছি।

প্রশ্ন: স্বপ্নপূরণ?

শ্রেষ্ঠা: প্রথমে বিশ্বাস করতে পারিনি। লীনাদির প্রযোজনা সংস্থায় মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। সুদীপদা অডিশন নিয়েছিলেন। ওঁকে বারবার জিজ্ঞেস করেছিলাম, সত্যিই আমি নির্বাচিত হয়েছি? তারপর বাড়ি ফিরে আনন্দে কেঁদে ফেলেছিলাম।

প্রশ্ন: বিজ্ঞানে স্নাতক হওয়ার পর অভিনয়ে, মা-বাবার সম্মতি ছিল?

শ্রেষ্ঠা: শুরুতে বাবার সমর্থন পাইনি। বাবা চেয়েছিলেন চাকরি করি। তখন বাবাকে আমার ইচ্ছের কথা বুঝিয়ে বলেছিলাম। এরপর কাজ শুরু করলাম। বিজ্ঞাপন শুটের পরে কাগজে ছবি বেরোল। তখন বাবা-মা আর কিছু বলেননি। অভিনয়ের ইচ্ছে অনেক দিনের। বলতে পারেন, এটা আমার স্বপ্ন। কাজ শুরুর আগে তৈরি হতে কিছুটা সময় দিয়েছি। স্বাগতা মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠানে অভিনয় শেখার জন্য ভর্তি হয়েছিলাম। সেখান থেকেই অডিশন দিতে শুরু করি। প্রথম সুয়োগ পাই ‘আকাশ আট’-এ ‘মেয়েদের ব্রতকথা’য়। তবে প্রথমে বাতিল হয়ে গিয়েছিলাম।

প্রশ্ন: শুরুতেই ধাক্কা, সামলালেন কীভাবে?

শ্রেষ্ঠা: খুব খারাপ লেগেছিল। কষ্টও পেয়েছি। নিজেকে বুঝিয়েছিলাম, ‘রিজেকশন পার্ট অফ লাইফ’। এখান থেকেই আমাকে ঘুরে দাঁড়াতে হবে। থেমে গেলে চলবে না।  

প্রশ্ন: বিনোদন দুনিয়া সম্পর্কে কোনও ধারণা ছিল?

শ্রেষ্ঠা: কিচ্ছু জানতাম না। এক-পা এক-পা করে এগিয়েছি। একটা জায়গা খুঁজছিলাম যেখান থেকে বেসিকটা শিখতে পারি। 

প্রশ্ন: এখন রোজ ক্যামেরার সামনে, কী মনে হচ্ছে কতটা শিখতে পেরেছেন? অভিনয় শেখা যায়?

শ্রেষ্ঠা: না। অভিনয় শেখা যায় না। কিছু টেকনিক্যাল ব্যাপার শেখা যায়। ক্যামেরার সামনে কীভাবে সংলাপ বলব, এটা একেবারেই ভিতরের ব্যাপার। নিজেকেই করতে হয়। কেউ শেখাতে পারে না।

প্রশ্ন: ‘বাদল শেষের পাখি’-তে আপনি ‘পাখি’, চরিত্রটা কতটা আকর্ষণীয়?

শ্রেষ্ঠা: ‘পাখি’ খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। প্রাণবন্ত, প্রতিবাদী, ডানপিটে। পরিবারকে খুব ভালবাসে। বাবার সাইকেলের দোকান। সবাইকে নিয়ে আনন্দে থাকতে চায়। 

প্রশ্ন: অবিবাহিত ‘পাখি’ই হঠাৎ অন্তঃসত্ত্বা! কী করে? এখানেই টুইস্ট?

শ্রেষ্ঠা: হ্যাঁ এখানেই টুইস্ট। তবে ‘পাখি’র সন্তানের বাবা তাঁর প্রেমিক নয়। 

প্রশ্ন: গল্পে একা মায়ের লড়াই?

শ্রেষ্ঠা: একদম।

প্রশ্ন: ‘পাখি’র সঙ্গে শ্রেষ্ঠার কতটা মিল?

শ্রেষ্ঠা: আমি খুব শান্ত। কতটা প্রতিবাদী জানি না। ‘পাখি’র মতো শ্রেষ্ঠাও মনের দিক থেকে খুব শক্ত। কোনও কিছুতেই হার মানবে না। আমি আত্মবিশ্বাসী।

প্রশ্ন: এই ধরণের গল্প নিয়ে অনেক কাজ হচ্ছে, ধারাবাহিকে দর্শকদের জন্য নতুন কী আছে?

শ্রেষ্ঠা: এখানে একটা রহস্য আছে। যেটা এখনই আমি বলতে পারব না। একটা মেয়ে কী করে অজান্তে গর্ভবতী হল? এটাই সবচেয়ে বড় মোচড়। সমাজের একটা মারাত্মক দিক তুলে ধরবে এই গল্প। এই চরিত্রের নানা দিক আছে। অভিনয়ের সুযোগও অনেক। গল্প যত এগোবে অভিনয়ের সুযোগও বাড়বে।

প্রশ্ন: বিনোদন দুনিয়ায় প্রতিযোগিতা মারাত্মক, টিআরপির চাপও আছে…

শ্রেষ্ঠা: আমি প্রতিযোগিতা পছন্দ করি। অনেক জায়গা থেকে বাতিল হয়েছি। এই প্রতিযোগী মনোভাবই আমায় এগিয়ে নিয়ে গিয়েছে। তাই প্রতিযোগিতাা না থাকলে আমি থেমে যেতাম। এই পেশায় ‘আপস অ্যান্ড ডাউনস’ থাকে, জানি। সেভাবেই নিজেকে তৈরি করেছি। টিআরপির চাপ এখনও বুঝিনি।

প্রশ্ন: ওয়ার্কশপ করেছেন?

শ্রেষ্ঠা: কিছুদিন আমাকে আর সুস্মিতকে ওয়ার্কশপ করতে হয়েছে। 

প্রশ্ন: পরিচালক, সহ-অভিনেতারা আপনার কাজ দেখে কী বলছেন?

শ্রেষ্ঠা: আমি প্রতিদিন শিখছি। আগে কাজ করলেও এখানে সব কিছুই নতুন করে শুরু করেছি। সবার সহযোগিতা পাচ্ছি। 

প্রশ্ন: স্বাধীনতা পাচ্ছেন?

শ্রেষ্ঠা: হ্যাঁ। আমার যদি কোনও শট দেওয়ার পর মনে হয় ঠিক হল না, সেই শট আবার দিচ্ছি। পরিচালক(দিগন্ত)আমাকে সেই সুযোগ দেন। দিগন্তদা না থাকলে ‘পাখি’ বেড়ে উঠতে পারত না। এমনও হয়েছে, বাড়ি ফেরার পর মনে হয়েছে কিছু ভুল করলাম না তো।

প্রশ্ন: এরপর যদি মুখ্য চরিত্রে কাজের সুযোগ না পান?

শ্রেষ্ঠা: শুধু নায়ক-নায়িকা নয়, নানা ধরনের চরিত্রে কাজ করতে চাই। 

প্রশ্ন: শ্রেষ্ঠার মনের মানুষ কী বলছেন?

শ্রেষ্ঠা: এখন কেউ নেই।

প্রশ্ন: আগে ছিল? 

শ্রেষ্ঠা: ছিল। বিচ্ছেদ হয়ে গিয়েছে।

প্রশ্ন: এবার তো আপনি তারকা হওয়ার পথে, পুরনো প্রেমিকের ফোন পাননি?

শ্রেষ্ঠা: চেষ্টা করেছিল। সাড়া দিইনি। আমি সম্পর্ক ধরে রাখার চেষ্টা করি। কিন্তু যেখানে আমাকে প্রয়োজন নেই সেখানে থাকি না। পিছন ফিরে দেখিও না।

প্রশ্ন: নতুন প্রেম?

শ্রেষ্ঠা: (হাসতে হাসতে) এখনও পাইনি। পর্দার মতো আমিও সিঙ্গল। ভাল করে কাজ করতে চাই।

প্রশ্ন: জীবন কতটা পাল্টাল?

শ্রেষ্ঠা: অনেক বদলে গিয়েছে। আমি মধ্যমমানের ছাত্রী ছিলাম। সেই সময় স্কুলে বা কলেজে যারা ভাল ছাত্রী, আমার সঙ্গে কথা বলত না, তারা এখন কথা বলার চেষ্টা করে। আমাকে স্টক করে। এটা খুব এনজয় করছি। আমি খেতে খুব ভালবাসি। বিশেষ করে বাঙালি খাবার। এখন যদিও অনেক কিছুই খেতে পারি না। 

প্রশ্ন: ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক, অভিনেতাদের সঙ্গে আলাপ হল?

শ্রেষ্ঠা: না এখনও হয়নি। প্রার্থনা করুন, ভবিষ্যতে যেন তাঁদের সঙ্গে কাজের সুযোগ পাই।

প্রশ্ন: শ্রেষ্ঠার পছন্দের অভিনেতা?

শ্রেষ্ঠা: আমি দীপিকা পাড়ুকোনের অন্ধ ভক্ত।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্রথম দেখায় ভয় থেকে পর্দার স্ত্রী হওয়া! দেবরাজ রায়কে নিয়ে নানা রঙের স্মৃতির মালা গাঁথলেন বাচিকশিল্পী সুতপা বন্দ্যোপ...

'দেবরাজদা বলতেন, সংখ্যার তুলনায় দর্শকের মান বেশি গুরুত্বপূর্ণ', দেবরাজ রায়ের স্মৃতিচারণায় রোহিত মুখোপাধ্যায...

'নিপাট ভাল মানুষ ছিল, ও যে আর নেই ভাবতেই পারছি না', দেবরাজ রায়ের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে আর কী বললেন ...

Exclusive: প্রয়াত অভিনেতা দেবরাজ রায়, আবেগপ্রবণ হয়ে কী বললেন রঞ্জিত মল্লিক, বিপ্লব চট্টোপাধ্যায়?...

রুপোলি পর্দার আরও এক তারকা পতন, প্রয়াত অভিনেতা দেবরাজ রায়...

'ভুল ভুলাইয়া ৩'র মুক্তির আগেই তোড়জোড় শুরু 'ভুল ভুলাইয়া ৪'-এর? প্রস্তাব পেলেন কার্তিক না অক্ষয়?...

এবার হিরো আরহান! কবে বলিউডে অভিষেক হচ্ছে মালাইকা-আরবাজের পুত্রের?...

গান নয়, এবার লক্ষ্মীর পাঁচালী পাঠে অন্বেষা! সঙ্গে ডুব দিলেন ছোট্টবেলার পুজোর মজার স্মৃতিতে...

২০ বছর পর মিটল ঝগড়া, কবে বড়পর্দায় জুটি বেঁধে আসছেন ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াত? ...

জীবনের অর্ধেক সময় খারাপ অভিনয় করে কাটিয়েছেন সামান্থা! জনপ্রিয় অভিনেত্রীকে প্রকাশ্যে কে তোপ দাগলেন?...

অভিনয় ছাড়া কোন কাজে বলিউডের বাকি নায়িকাদের পিছনে ফেলে দিয়েছেন দীপিকা? হদিস ইমতিয়াজ আলির...

হলিউডের পথে বিজয় বর্মা! জানালেন এখনই সেখানে যাওয়ার কেন 'সেরা সময়' ...

বিপদে পড়েছিলেন জীতেন্দ্র বাঁচিয়েছিলেন রেখা, বাড়িতে এসে কীভাবে করেছিলেন সমস্যার সমাধান? ...

উৎসবের আবহে টলিপাড়ায় ফের প্রেমের গুঞ্জন! একে অপরকে মন দিলেন কোন নায়ক-নায়িকা?...

কী করে অন্ধ হল রূপা? দীপা কি ফিরে পাবে তার মেয়েদের? নতুন কোন রহস্য দানা বাঁধছে অনুরাগের ছোঁয়ায়?...

সলমন খান থেকে মুনাওয়ার ফারুকি, বাবা সিদ্দিকির পর কারা রয়েছেন বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে? ...

অমিতাভের ভদ্রতাবোধ কতটা খাঁটি? রাত ২টো পর্যন্ত পার্টিতে কী করতেন 'বিগ বি'? খোঁজ দিলেন শচীন...



সোশ্যাল মিডিয়া



10 23