আবহাওয়ার বিশাল বদল। এই প্রথম নয়, বদলে যাওয়া আবহাওয়া নিয়ে বারেবারেই উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা, বিজ্ঞানীরা। তথ্য, এবার ধারণার বাইরে গরম কাশ্মীরে এই সময়েও। বরফের চাদরে মোড়া এলাকায় ক্রমেই বাড়ছে তাপমাত্রা। পহেলগাঁও, শ্রীনগরে রেকর্ড ভাঙছে বর্তমান তাপমাত্রা।
2
9
কিন্তু কেন? কী কারণ এই অসময়ে বিপুল তাপমাত্রা বাড়ার? আর তাপমাত্রার এই পরিবর্তন কোন অশনি ইঙ্গিত দিচ্ছে?
3
9
৫ জুলাই কাশ্মীর উপত্যকায় সাত দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার শ্রীনগরে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। যা ওই এখনও পর্যন্ত শহরের তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা।
4
9
১৯৫৩ এবং ১৯৪৬ সালের রেকর্ডের পর, শনিবার পহেলগাঁওয়ে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ছিল। সর্বকালের সবচেয়ে উষ্ণতম দিন হিসেবে চিহ্নিত হয়েছে।
5
9
গত পাঁচ দশকের মধ্যে জুন মাসে উপত্যকাটি সবচেয়ে উষ্ণতম সময় কাটিয়েছে এমনিতেই। তারপরেই জুলাইয়ে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা।
6
9
প্রায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ জুন মাস দেখেছে উপত্যকা। তথ্যও, শেরে-ই-কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। তাদের মতে ১৯৭৫ সাম্প্রতিককালে এমন আবহাওয়া দেখেনি উপথ্যকা। স্বাভাবিকভাবেই এই বদলে যাওয়া পরিস্থিতি নিয়ে চিন্তার ভাঁজ স্থানীয়দের কপালে, ভাবনায় বিশেষজ্ঞরাও।
7
9
তীব্র তাপ এবং অস্বাভাবিক শুষ্ক আবহাওয়া দৈনন্দিন জীবন এবং বাস্তুতন্ত্রকে উভয়ই প্রভাবিত করছে।
8
9
আবহাওয়ায় বদলে যাচ্ছে স্থানীয়দের চাহিদাও। কাশ্মীর চেম্বার অফ কমার্সের মতে, একসময় ওই অঞ্চলে বিরল বলে চিহ্নিত এয়ার কন্ডিশনার এবং কুলারের চাহিদা ১৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
9
9
ক্রমবর্ধমান তাপমাত্রা অর্থনৈতিক, সামাজিক বহু ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলতে পারে বলে ধারণা। মনে করা হচ্ছে, এর প্রথম প্রভাব পড়বে পর্যটনে।