ভবিষ্যতের দিশা দেখাচ্ছে এস এন ইউ | ডঃ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, উপাচার্য, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি



CUET UG-র ফল ঘোষণা হতে চলেছে আগামী ৩০ জুন । exams.nta.ac.in এই ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। ফল প্রকাশের পর কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রেখে ভবিষ্যৎ তৈরি করা উচিত ছাত্রছাত্রীদের? এই বিষয়ে অন্যতম পথপ্রদর্শক সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি । ভবিষ্যতে জার্নালিজম , অ্যাঙ্কারিং, রিপোর্টিং, ফোটোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইনিং,অ্যানিমেশন এবং ভিডিওগ্রাফি - এই বিষয়েগুলো নিয়ে পড়াশোনা করতে চাইলে বেছে নিতে হবে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন কোর্স । পাশাপাশি ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা,স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স করেও কেরিয়ার গড়ার সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগ রয়েছে কম্পিউটার সায়েন্স কোর্স করেও।

সব ধরনের ছাত্রছাত্রীর পছন্দসই বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে এসএনইউ-তে। এই বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক পঠনপাঠন পদ্ধতি,আন্তর্জাতিক স্তরের পরিকাঠামো, অভিজ্ঞ শিক্ষক, শীতাতপ নিয়ন্ত্রিত স্মার্ট ক্লাসরুম, রিসার্চ রুম, লাইব্রেরি, ল্যাবরেটারি, এসএনইউ মিডিয়া সেন্টার, সেমিনার হল, কম্পিউটার হল, মিউজিক রুম, হেলথ চেকআপ সেন্টার, বোর্ড রুম, হস্টেল, স্টুডেন্টস ক্লাব, জিম, যোগা সেন্টার, প্লে গ্রাউন্ড, ক্যান্টিন, ফুড কোর্ট, ক্যাফে, পড়াশোনার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভর্তির সময় ছাত্রছাত্রীদের ইচ্ছাকেই অগ্রাধিকার দেয় এসএনইউ। কোর্স চলাকালীন শিক্ষকদের কাছে প্রাধান্য পায় পড়ুয়াদের ভাল লাগা, মন্দ লাগা। পড়াশোনার পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে হাতে-কলমে কাজ শেখার অফুরন্ত সুযোগ। যা ছাত্রছাত্রীদের পাঠ্য বিষয়ের প্রতি আরও আগ্রহী করে তোলে। আর এখানেই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে একেবারে আলাদা এসএনইউ। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং ইলেক্ট্রনিক্সে ডিপ্লোমা, স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স। এছাড়া রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অটোমেশন অ্যান্ড রোবোটিক্স-এ বি টেক, ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হোটেল ম্যানেজম্যান্ট কোর্স, কমার্স, ইকনমিক্স, এগ্রিকালচার, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান,সমাজতত্ত্ব, মাইক্রোবোয়োলজি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, ফাইন আর্টস অ্যান্ড ডিজাইন, পারফর্মিং আর্টস, পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, বায়োটেকনোলজি, স্ট্যাটিস্টিকস, ফার্মাসি, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, নিউট্রেশন।

২০১৮ সাল থেকে সাফল্যের সঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর করার কাজ করে চলেছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বর্তমানে নানা ক্ষেত্রে সুপ্রিতিষ্ঠিত। এই কারণেই ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়তে অভিভাবকদেরও বড় ভরসা এসএনইউ। পড়ুয়াদের ভালোবাসা এবং অভিভাবকদের ভরসাকে অবলম্বন করে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা তথা পশ্চিমবঙ্গের এক নম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে। আগামীতেও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কাজে এভাবেই অবিচল থাকব আমরা। ছাত্রছাত্রীদের সহযোগিতা ও অভিভাবকদের ভরসাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির এগিয়ে চলার পাথেয়।





ডঃ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, উপাচার্য, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি

আরও জানতে আজই ভিসিট করুন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি