বছরভর ভিনদেশের ভিনভাষার চলচ্চিত্র উৎসব করে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালায়েড আর্টস। ম্যাক্সমুলার ভবনের সঙ্গে যৌথ প্রয়াসে এবার জার্মান ছবির উৎসবের আয়োজন করছে তারা। ১৭ থেকে ১৯ ডিসেম্বর, নন্দন–৩ প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘বারবারা’, ‘স্টেশনস অফ দ্য ক্রস’, হোয়েন উই লিভ’–র মতো ছটি ছবি। ১৭ ডিসেম্বর সন্ধে ছটায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন পরিচালক এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ডিন অশোক বিশ্বনাথন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ম্যাক্সমুলার ভবনের জার্মান ফিল্ম আর্কাইভের কোঅর্ডিনেটর সুর্যোদয় চ্যাটার্জি। সম্মাননীয় অতিথি চলচ্চিত্র সমালোচক এবং ‘ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালায়েড আর্টস’–এর সহ সভাপতি শমীক বন্দ্যোপাধ্যায়। সঙ্গের ছবিটি ‘বারবারা’র একটি দৃশ্য।