ছবি পরিচালনায় এখন প্রচুর মহিলাও এগিয়ে আসছেন এবং তাঁদের ছবি নজরও কাড়ছে। বর্ষালি চ্যাটার্জি তেমনই এক নাম। আগের ছবির সাফল্যের রেশ ধরে বর্ষালি একঝাঁক নতুন মুখ নিয়ে আবার পরিচালনায়। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এক টানটান থ্রিলার। এক মহিলা পরিচালক নতুন অভিনেতা–অভিনেত্রীদের নিয়ে যেভাবে কাজ করার সাহস দেখিয়েছেন, তাতে দর্শকমনে নতুন আগ্রহ তৈরি হয়েছে। ছবির নাম ‘বাকি এখনও দুই’। মেয়েদের ওপর ঘটা জঘন্যতম অপরাধই ছবির বিষয়। আনকোরা অভিনেতা–অভিনেত্রীদের তালিকায় রয়েছেন টুয়া সরকার, সংহিতা বসু, স্বরাজ ব্রাগেঞ্জা, শান্তনু ঘোষ প্রমুখ। সম্পাদনা করেছেন প্রবীর গিরি, সঙ্গীত ও আবহে শান্তনু ঘোষ। প্রযোজনায় কল্পনা চ্যাটার্জি ও সোমনাথ কয়াল। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে ছবিটির ট্রেলার রিলিজ হয়েছে। বাংলা নববর্ষের আগেই মুক্তি পাবে ছবিটি।