IPL: পরের বছরের শুরুতেই মেয়েদের আইপিএল! রাজ্য সংস্থাদের জানিয়ে দিলেন সৌরভ 

আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সাল থেকে মেয়েদের আইপিএল চালু করা নিয়ে আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

বৃহস্পতিবার এই মর্মেই দেশের প্রত্যেক রাজ্য ক্রীড়া প্রশাসনকে খবর দিলেন তিনি। লিখিত ভাবে রাজ্য সংস্থাগুলোকে ঘরের মাঠে আন্তর্জাতিক এবং ঘরোয়া মরসুম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরেছেন সৌরভ। সেই সঙ্গে মেয়েদের আইপিএল নিয়ে লিখেছেন তিনি। 
সৌরভ লিখেছেন, ‘বহু প্রত্যাশিত মেয়েদের আইপিএল নিয়ে কাজ করছে বিসিসিআই। আমরা আশা করছি, তার প্রথম মরসুম পরের বছরের শুরুর দিকে করা যাবে। আরও বিশদ তথ্য সময়মতো জানানো হবে।’
এদিকে, অতিমারির জেরে একবার সংযুক্ত আরব আমিরশাহিতে ছেলেদের আইপিএল করতে হয়েছে। একবার মুম্বই এবং পুনেতে সমস্ত ম্যাচ আয়োজিত হয়েছে। সংক্রমণের বাড়বাড়ন্ত হওয়ায় ফের অর্ধেকটা আরবের মাটিতে নিয়ে যেতে হয়েছে। সৌরভ জানিয়ে দিলেন, এবার আগের মতোই হোম-অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে ছেলেদের আইপিএল। অংশগ্রহণকারী ১০টি দলের প্রত্যেকেরই নিজেদের স্টেডিয়াম আছে, তাই সমস্যা হবে না। 
সৌরভ চিঠিতে জানিয়েছেন, ভারতে এসে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। মেয়েদের দলের ক্ষেত্রে শুধু অস্ট্রেলিয়া ভারত সফরে আসবে।  
 

আকর্ষণীয় খবর