আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ফের আত্মহত্যার চেষ্টা তরুণীর।
রবিবার গড়িয়াহাট ফ্লাইওভারে আত্মহত্যার চেষ্টা করেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এক তরুণী। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বর্তমানে শরৎ বসু রোডের উপর একটি বেসরকারি হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি ওই তরুণী। তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু নেপথ্যের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি।
সূত্রের খবর, ওই তরুণী গড়িয়াহাট এলাকায় একটি সোনার দোকানে কর্মরতা। প্রতি দিন কাজের পর বালিগঞ্জ স্টেশন দিয়েই বাড়ি ফেরেন তিনি। কিন্তু এদিন কাজের পর গড়িয়াহাট উড়ালপুলের দিকে যান। হাঁটতে হাঁটতে উড়ালপুলের মাঝে এসে, সেখান থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। সেই সময় উড়ালপুলের নীচ দিয়ে গাড়ি চলাচল হচ্ছিল। তরুণী একটি ট্যাক্সির উপর গিয়ে পড়েন। ট্যাক্সিটির উপরের কিছুটা অংশ তুবড়ে যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ। সেই মুহূর্তেই
তরুণীর আত্মহত্যার চেষ্টার পিছনে কারণ কি সম্পর্কের টানাপোড়েন না অর্থাভাব, তা খতিয়ে দেখছে পুলিশ। মানসিক অবসাদে ওই তরুণী ভুগছিলেন কি না, জানার চেষ্টা করছে পুলিশ।