আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিকে নিয়ে একটি মজার মন্তব্য করে বেজায় সমস্যায় বীরেন্দ্র শেহবাগ।
সোশ্যাল মিডিয়ায় তাঁকে তুলোধোনা করা হচ্ছে। নেটিজেনদের দাবি, বীরুর মন্তব্য কুরুচিকর। এমনকী ধারাভাষ্যকারের ভূমিকা থেকে তাঁকে বহিষ্কার করার দাবিও তোলে কোহলি ভক্তরা। কিন্তু ঠিক কী ঘটেছিল? এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের ঘটনা। ৩৬ রানে মহম্মদ সিরাজ ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার স্যাম বিলিংসকে ফেরান। তিনি আউট হওয়ার পর উচ্ছ্বাসে মাতে ভারতীয় শিবির। কারণ বিলিংস বেশিক্ষণ ক্রিজে থাকলে ভারতের লিড কমে যেত। তাই গোটা দলের সঙ্গে সেলিব্রেশনে মাতেন ভারতের প্রাক্তন নেতাও। মাঠেই নাচের অঙ্গভঙ্গি করেন কোহলি। তখন হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছিলেন শেহবাগ। আচমকা বলে বসেন, 'ছামিয়া নাচ রাহা হ্যায় ওয়াহা'। মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়। তাতেই প্রচণ্ড চটে যায় বিরাট ভক্তরা। শেহবাগকে ধারাভাষ্যকারের ভূমিকা থেকে বহিষ্কার করারও দাবি জানানো হয়। পুরো বিষয়টি মজা করে বলেছিলেন বীরু। কিন্তু মানতে পারেনি কোহলির সমর্থকরা। সাধারণত পানশালায় যেসব মহিলারা নাচ করে তাঁদের চলতি ভাষায় 'ছামিয়া' বলা হয়। সেই কারণেই হয়তো মানতে পারেনি ভারতের প্রাক্তন নেতার ফ্যানরা। রোষের মুখে পড়তে হয় শেহবাগকে।
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
NRS Hosrpital: বাঁ কানের অংশ দিয়ে তৈরি হল ডান কান, কিশোর অনুরাগ এখন সুস্থ
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার