সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘বিনোদন এক নজরে’।
জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---
ভিকিকে ধাক্কা!
ক্যাটরিনা কইফকে বিয়ে করেছেন। তাই কি ভিকি কৌশল সলমন খানের প্রতিপক্ষ? আইফা ২০২৩-এর মঞ্চ এমনই প্রশ্ন উস্কে দিল। দুবাইয়ে মুখোমুখি দুই অভিনেতা। হাত মেলাতে যাবেন তখনই হামলে পড়েন সলমনের এক দেহরক্ষী। খবর, তিনি নাকি ধাক্কা মেরে সরিয়ে দেনন ভিকিকে! সেই ছবি ভাইরাল হতেই অনুরাগীদের শঙ্কা, তা হলে কি ‘ভাইজান’ ভিকিকে মোটেই সুনজরে দেখছেন না?
কান-এ ‘কেনেডি’র জয়
কান বিরল সম্মান দেখাল সানি লিওন অভিনীত ‘কেনেডি’-কে। মধ্যরাতে ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। ছবি শেষ হতেই হাততালির ঝড়। সাত মিনিট ধরে উঠে দাঁড়িয়ে সবাই অভ্যর্থনা জানান ছবিটিকে। পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী স্বয়ং আনন্দে কেঁদে ফেলেন। এবারেই প্রথম কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত সানি। তাঁর পোশাক থেকে অভিনয় সবেতেই প্রশংসিত তিনি।
পাঠান ভার্সেস টাইগার-এ দীপিকা, ক্যাটরিনা?
করণ-অর্জুন-এর পর ফের শাহরুখ খান-সলমন খান এক ফ্রেমে বন্দি হতে চলেছেন। খবর, সব ঠিক থাকলে পাঠান ভার্সেস টাইগান-এ দেখা যাবে তাঁদের। ২০২৪-এ সম্ভবত ছবির শুট শুরু। দুই খানের বিপরীতে নায়িকা কারা? গুঞ্জন, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফের সঙ্গে নাকি চুক্তি করেছেন প্রযোজনা সংস্থা।
এক ফ্রেমে ‘খান’দান?
পর্দায় তিন খান একসঙ্গে এলে কেমন হবে? বাস্তবে কিন্তু শাহরুখ-সলমন-আমির সদ্য এক ছাদের নীচে কাটিয়েছেন। চলতি মাসেই ভোর ৪টে পর্যন্ত নাকি পার্টি করেছেন তাঁরা! তাও আবার সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। কী নিয়ে কথা হয়েছিল? নিজেদের ওঠাপড়া, ভুলত্রুটি, ভাল-মন্দ, অভিনয় নিয়েই নাকি সারা রাত কাটিয়ে ফেলেছেন তিন সুপারস্টার।