আজকাল ওয়েবডেস্ক: রাখি পূর্ণিমায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।
নবান্ন এক বিজ্ঞপ্তিতে শুক্রবার জানিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আগামী ১১ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর বন্ধ থাকবে। তবে শুধু রাজ্য সরকারের অফিস নয়, তার অধীনস্থ যে সমস্ত অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলিতেও রাখি পূর্ণিমা উপলক্ষ্যে ছুটি থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আচমকা একটি ছুটি পেয়ে যাওয়ায় খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। কারণ বৃহস্পতিবার রাখি উপলক্ষ্যে থাকছে ছুটি। পরের দিন শুক্রবার। ওই দিনটা ম্যানেজ করে নিতে পারলেই শনিবার অনেক অফিসেই ছুটি থাকে। রবিবার তো এমনিই ছুটি। আর আগামী সোমবার ১৫ আগস্ট। তাই বেশ লম্বা ছুটি উপভোগ করতে পারেন অনেক সরকারি কর্মচারীই।
আর টানা পাঁচটা ছুটি হয়ে গেলে তো কথাই নেই। দিঘা, মন্দারমণি সহ একাধিক জায়গায় ঘুরে আসাই যায়।
আরও পড়ুন: আলিয়ার ডার্লিংস বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
NRS Hosrpital: বাঁ কানের অংশ দিয়ে তৈরি হল ডান কান, কিশোর অনুরাগ এখন সুস্থ
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার