আজকাল ওয়েবডেস্ক: ‘চিৎকার করে বল যতদূর বলা যায়’ এই স্লোগানেই যেন এখন মুখরিত দেশের সর্বত্র। কারণ রাতের রাস্তায় চিকিত্সক তরুণীর ধর্ষণ–খুনের ঘটনার জেরে এখন গোটা দেশ ফুঁসে উঠেছে। সংসদের দুই কক্ষে তোলপাড় হয়ে গিয়েছে এই ঘটনায়। তাই মেয়েদের উদ্দেশ্যে ১৪টি পরামর্শ দিয়েছে হায়দরাবাদ পুলিশ। আর সেই অ্যাডভাইজরি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কও দানা বেঁধেছে। কেন পুরুষদের জন্য পরামর্শ থাকবে না? তা নিয়ে প্রশ্ন তুলেছেন মেয়েরা।
রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তার জন্য কী করতে বলছে পুলিশ? দেখে নেওয়া যাক।
১. মেয়েরা কোথায়, কখন যাচ্ছে– সেই গতিবিধির আপডেট পরিবারকে জানিয়ে রাখতে হবে।
২. যদি সম্ভব হয় সর্বশেষ অবস্থান সম্পর্কে পরিবার এবং বন্ধুদের জানিয়ে রাখতে হবে।
৩. অটো বা ট্যাক্সিতে ওঠার আগে নম্বর প্লেটের ছবি তুলে তা পরিবারের লোকজনের কাছে শেয়ার করতে হবে। এমনকী ওই চালকের যোগাযোগ নম্বরও।
৪. গন্তব্য অপরিচিত জায়গা হলে, সেই রুট চেক করে নিতে হবে।
৫. সবসময় জনবহুল এলাকায় অপেক্ষা করুন।
৬. একদম নির্জন, বিচ্ছিন্ন কোনও এলাকায় না দাঁড়িয়ে, কাছাকাছি দোকান আছে, এমন কোনও জায়গায় অপেক্ষা করাই শ্রেয়।
৭. ১০০ ডায়াল করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।
৮. হক আই অ্যাপ ডাউনলোড করে, লোকেশন সবসময় অন করে রাখতে হবে। তাতে অবস্থান বোঝা যাবে।
৯. সন্দেহজনক পরিস্থিতিতে সংকোচ না করে, যাত্রীদের কাছে সাহায্য চান।
১০. রাস্তাঘাটে একা থাকলে এবং তেমন পরিস্থিতিতে পুলিশকে ফোন করুন। ভাবটা এমন করুন, যেন আপনি পরিবারের কারও সঙ্গে কথা বলছেন।
১১. তেমন পরিস্থিতির সম্মুখীন হলে, জোরে জোরে কথা বলুন। প্রয়োজনে চিত্কার করুন, যাতে পথচলতি মানুষজনের কানে যায়।
১২. অসহায় পরিস্থিতিতে জনবহুল এলাকার দিকে দৌড় দিন।
১৩. দুর্বৃত্তদের সম্পর্কে স্থানীয় পুলিশকে জানান।
১৪. ভেরিফিকেশনের জন্য ৯৪৯০৬১৬৫৫৫ হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি পাঠান।
হায়দরাবাদের পুলিশ এই ১৪ পরামর্শনামা জারি করেছেন মহিলাদের প্রতি। যা নিয়ে এখন বিস্তর চর্চা হতে শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, টোল প্লাজার সামনে এত বড় ঘটনা ঘটে গেল পুলিশ টেরই পেল না? একজন তরুণী স্কুটি নিয়ে যাচ্ছে যা খারাপ হয়ে গিয়েছিল চোখেই পড়ল না? এখন জনরোষ তৈরি হতে ১৪টি পরামর্সনামা দিয়ে সাধু সাজা হচ্ছে? এইসব প্রশ্নের উত্তর অবশ্য পুলিশের পক্ষ থেকে মেলেনি। তবু আপাতত এই পরামর্শই মানতে হবে মেয়েদের নিজেদের সুরক্ষিত রাখার জন্য।