আজকাল ওয়েবডেস্ক: ভর দুপুরে ইডেনে হাজির সৌরভ গাঙ্গুলি। এসেই সটান চলে যান মাঠে। বেশ অনেকক্ষণ ধরে দেখেন পিচ। এক দু'বার মোবাইল হাতেই স্টান্স নিতে দেখা যায় বোর্ড সভাপতিকে। তারপর মাঠ কর্মীদের ডেকে নির্দেশও দেন। রাত পোহালেই অপেক্ষার অবসান। করোনা পরবর্তী পরিস্থিতিতে প্রথম আইপিএল। দু'বছর পর আবার হাতের নাগালে বিভিন্ন দেশের তারকাকে পাবে ইডেন। তাই ম্যাচের আগের দিন তুমুল ব্যস্ত সিএবি কর্তারা। ঘনঘন বসছে বৈঠক। এই ঘর থেকে ওই ঘর দৌড়ে বেড়াচ্ছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। আর সৌরভ? তিনবার এলেন ইডেন পরিদর্শনে। প্রথমবার সকালে। প্রায় ঘন্টা খানেক ছিলেন। তারপর দুপুরে ঘুরে যান মাঠে। আবার সন্ধে নামতেই হাজির সৌরভ। শেষ মিনিটে সবকিছু খতিয়ে দেখে যান বোর্ড সভাপতি।
ব্যবস্থাপনায় কোনও ত্রুটি রাখতে চায় না সিএবি কর্তারা।
কোভিডের পর ভারতের দুটো ম্যাচ হয়ে গিয়েছে। কিন্তু এইধরনের উন্মাদনা, টিকিটের হাহাকার ছিল না। কলকাতা নাইট রাইডার্স না থাকা সত্ত্বেও টিকিটের এত চাহিদা দেখে অবাক খোদ সিএবি কর্তারা। এই প্রসঙ্গে সৌরভ বলেন, 'কেকেআর নেই, তাসত্ত্বেও টিকিটের চাহিদা তুঙ্গে। দু'বছর পর আবার এখানে আইপিএল। এত উন্মাদনা দেখে ভাল লাগছে।' আইপিএলে ভিউয়ারশিপ কমে গিয়েছে। উৎসাহ হারিয়ে ফেলেছে অনেকেই। কিন্তু বোর্ড সভাপতির দাবি, ইডেনের দুটো প্লে অফ সবকিছু পুশিয়ে দেবে। সৌরভ বলেন, 'ভিউয়ারশিপ নিয়ে ভাবছি না। কলকাতায় দুটো প্লে অফ ম্যাচ সবকিছু ঢেকে দেবে। এই ম্যাচেই সব পুশিয়ে যাবে।' টিকিটের চাহিদা দেখে এই দাবি করা অন্যায় নয়। তবে ঋদ্ধি প্রসঙ্গে এদিন কোনও মন্তব্য করতে চাননি সৌরভ। বলেন, 'এই নিয়ে আমি কিছু বলতে পারব না। ওটা নির্বাচকদের ব্যাপার।' আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে আইপিএলে নজর কাড়া অনেক ক্রিকেটার সুযোগ পেয়েছে। তাঁদের শুভেচ্ছা জানান বোর্ড সভাপতি।
Mir Afsar Ali: এত বছরের 'জার্নি' শেষ! মির্চি ছাড়লেন মীর
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Thief In Kalighat: রথযাত্রার দিন কালীঘাটের এই বাড়িতে চুরি করতে এসেছিল চোর, তারপর যা হল...
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের