ED: কয়লা পাচারে যোগ!‌ সন্তান কোলে ইডির দপ্তরে অভিষেকের স্ত্রী রুজিরা

আজকাল ওয়েবডেস্ক:‌ কয়লা পাচার কাণ্ডে তাঁকে জেরার জন্য ডেকে পাঠিয়েছিল ইডি।

আজ, বৃহস্পতিবার কথা মেনে হাজিরা দিলেন তিনি। তবে একা নন। কোলে শিশু সন্তান নিয়েই সিজিও কমপ্লেক্সে ইডি–র দপ্তরে ঢুকে গেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের স্ত্রী।
বুধবারই রুজিরাকে তলব করে নোটিস পাঠিয়েছিল ইডি। সেই মতো আজ পৌঁছে গিয়েছেন তিনি। সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে বিদেশি লেনদেনের বিষয় নিয়ে তাঁকে জেরা করা হতে পারে। এর আগে এই কয়লা পাচার কাণ্ড নিয়ে তাঁকে বাড়িতে গিয়ে জেরা করে এসেছিল সিবিআই। তখনই এই টাকা লেনদেনের বিষয়টি উঠে আসে। তাই এবার রুজিরাকে জেরা করতে চায় ইডি।

Maharashtra Crisis: দলে বিক্ষোভ, তার মাঝেই মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়লেন উদ্ধব

এর আগেও অভিষেক–পত্নীকে জেরা করতে চেয়ে তলব করেছিল ইডি। দিল্লিতে ডেকে পাঠিয়েছিল। কিন্তু তিনি এড়িয়ে গিয়েছেন। জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতিতে শিশু নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয়। তবে দিল্লি গিয়ে সিবিআই–এর জেরার মুখে বসেছিলেন অভিষেক। পরে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে কলকাতাতেই তাঁদের জেরা করার নির্দেশ দেয়। 

আকর্ষণীয় খবর