আজকাল ওয়েবডেস্ক: কোমরের নীচ থেকে একটাই শরীর।
কিন্তু তার ওপরে সব অন্য রকম। দুই–দুই চার হাত। দু’টি ধর। মুখ–মগজও দু’টি। ঠিক সে কারণেই তাঁদের আলাদা দুই ভোটার হিসেবে গণ্য করা হয়েছে। সেই মতো আলাদা আলাদা ভোটার কার্ডও তৈরি করানো হয়েছে। আজই জীবনে প্রথম ভোট দিলেন তাঁরা। সোহনা আর মোহনা।
এক জনের মতামত দান যাতে অন্য জন্য দেখতে না পারেন, সে কারণে কমিশনের তরফে দেওয়া হয়েছে রোদচশমাও। সেই পরেই অমৃতসরের মানওয়াল এলাকায় ভোট দিলেন এই সংযুক্ত–দেহ যমজ। নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষভাবে সক্ষম ভোটারদের কাছে নজির হয়ে থাকলেন এই সোহনা–মোহনা। ওরফে নাম সোহন সিং আর মোহন সিং।
Russia: যুদ্ধ কি অবশ্যম্ভাবী! ‘ইউক্রেন ছাড়ো’, নাগরিকদের নির্দেশ ভারতের
২০২১ সালেই ১৮ বছরে পা দিয়েছেন তাঁরা। ২০০৩ সালের ১৩ জুন তাঁদের জন্ম দিল্লিতে। জন্মের পরেই বাবা–মা ফেলে চলে যায়। তখন অমৃতসরের এক অনাথ আশ্রম দত্তক নেয়। সেই থেকে ওখানেই।
রবিবার পাঞ্জাবের ১১৭টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হল। বুথের সংখ্যা ২৪ হাজার ৭৪০। ভোটারের সংখ্যা ২ কোটি ১৪ লাখের বেশি। মোট প্রার্থী সংখ্যা ১,৩০৪। তাঁদের মধ্যে ৯৩ জন মহিলা এবং দু’জন রূপান্তরকামী।
It is a very unique case. EC told us to do proper videography. They're icons of PWD voters. They're conjoined but two separate voters. Arrangements were made by the RO of giving them goggles so that secrecy of voting is maintained: Gaurav Kumar, PRO#PunjabElections pic.twitter.com/8G8onA9RKE
— ANI (@ANI) February 20, 2022
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান