PM Modi: ভাষণে ‘‌বেটি বাঁচাও’‌ বলতে গিয়ে এ কী বললেন প্রধানমন্ত্রী মোদি?‌ তুমুল বিতর্ক

আজকাল ওয়েবডেস্ক:‌ শুধু একটা মাত্র অক্ষরের হেরফের।

তাও মুখ ফসকে। তার জেরেই এখন তুমুল বিতর্ক দেশে। আর সেই বিতর্কের কেন্দ্র রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় একের পর এক মিমের বন্যা। ঠিক যেমন টেলি প্রম্পটার বিভ্রান্তি নিয়ে দিন কয়েক আগে ঘটেছিল। 
আসলে কী বলেছিলেন প্রধানমন্ত্রী?‌ বৃহস্পতিবার ব্রহ্ম কুমারী আয়োজিত ‘আজাদি কি অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারত কি অউর’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন মোদি। ভাষণের সময় তিনি কথা বলছিলেন নিজের স্বপ্নের প্রকল্প ‘‌বেটি বাঁচাও, বেটি পড়াও’‌ নিয়ে। ‘‌পড়াও’‌ শব্দটা শুনিয়েছে ‘‌পটাও’‌। অর্থাৎ কিনা ‘‌বেটি বাঁচাও, বেটি পটাও’‌। সেই নিয়েই শুরু হল বিভ্রান্তি। হাসহাসি। 

তুমুল কটাক্ষ করলেন নেটিজেনরা। কেউ বললেন, বাংলায় গিয়েছে মুখ্যমন্ত্রী মমতাকে যেভাবে ‘‌দিদি ও দিদি’‌ বলে টিটকিরি দিয়েছেন, তাতে ওঁর কাছে এসব কথা বলা অস্বাভাবিক নয়। কেউ আবার রাহুল গান্ধীর ছবি পোস্ট করে লিখেছেন, এঁর জন্যও কেউ বেটি পটিয়ে দাও। আবার কেউ বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি অভিনীত সিনেমার ছবি পোস্ট করে লিখলেন, ইনি হলেন ‘‌বেটি বাঁচাও, বেটি পটাও’‌–এর বিপণন দূত। 

আকর্ষণীয় খবর