আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
আজই সম্ভাবনা সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপি দপ্তরে বৈঠকে বসার। সূত্রের খবর, শরীর ভালো থাকলে সোমবার বিকেলেই যাবেন বিজেপির দপ্তরে। মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগদানেরও সম্ভাবনা রয়েছে।
মিঠুন চক্রবর্তীর কলকাতায় আসার কথা আগেই জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: Sharad Pawar: শিন্ডে সরকারের ভবিষ্যত ৬ মাস! পওয়ার-মন্তব্যে বাড়ছে জল্পনা
রবিবার সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, কলকাতায় আসছেন মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে বিজেপির দপ্তরে অভিনেতা-নেতার সাক্ষাত হবে সেই সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তিনি। এক সময় তৃণমূলের সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। ২১-এর বিধানসভার ভোটের আগে আগেই তিনি যোগ দেন গেরুয়া শিবিরে। বিধানসভার ভোটের আগে রাজ্য জুড়ে গেরুয়া শিবিরেরর প্রার্থীদের হয়ে প্রচারেও গিয়েছেন। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গীতে প্রচারে গিয়ে জনপ্রিয় ডায়লগ দিয়েছিলেন মহাগুরু।
তবে ভোট মিটে যাওয়ার পর থেকেই রাজনীতির কচকচানিতে আর সেভাবে দেখা যায়নি তাঁকে। ওয়াকিবহাল মহলের মতে বেশ লম্বা সময় অন্তরালে থাকার পর ফের রাজনীতির ময়দানে ফিরছেন মহাগুরু। শরীর ভালো থাকলে বিজেপির দপ্তরে বৈঠকের পাশাপাশি যোগ দিতে পারেন দলীয় কর্মসূচিতে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মিঠুন চক্রবর্তীর তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা