Tarun Majumdar: শারীরিক অবস্থা সঙ্কটজনক তরুণ মজুমদারের, হাসপাতালে গেলেন মমতা

আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ  মজুমদার।

সূত্রের খবর তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে অতি সঙ্কটজনক। পরিচালকের স্বাস্থ্যের খবর নিতে বৃহস্পতিবার হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

 

 

দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন বর্ষীয়ান এই চিত্র পরিচালক। কয়েক বছর ধরেই শরীরে বাসা বেঁধেছে কিডনির সমস্যা। ফুসফুসও রোগে আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিন কয়েক আগেই এসএসকেএম-এ ভর্তি করা হয় তাঁকে।

আরও পড়ুনঃ Amul Head In Hospital:‌ গুজরাটে দুর্ঘটনায় আহত আমূল এর ম্যানেজিং ডিরেক্টর, ভর্তি হাসপাতালে

 

চিকিৎসার জন্য গঠন করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল-সহ আরও কয়েকজন চিকিৎসক মিলে চিকিৎসা করছেন পরিচালককে।  তরুণ মজুমদারকে দেখতে এর আগে হাসপাতালে গিয়েছিলেন বাম নেতা বিমান বসু, কান্তি গঙ্গোপাধ্যায়।

আকর্ষণীয় খবর