India-Australia: প্রথম দুই ম্যাচে অধিনায়ক রাহুল, ডাক পেলেন অশ্বিন

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজের জন্য দুটো দল ঘোষণা করল বিসিসিআই।

প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। তৃতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মার অধিনায়কত্বে বিশ্বকাপের দলকে খেলতে দেখা যাবে। গোটা সিরিজেই খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। ২০২২ সালের পর এই প্রথম ভারতের একদিনের দলে ফিরলেন। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে একদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারত। তিন ম্যাচেই দলে থাকবেন ওয়াশিংটন সুন্দর। প্রথম দুই ম্যাচে সহ অধিনায়কের ভূমিকায় থাকবেন রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। তিনটে ম্যাচেই খেলবেন ঈশান কিষাণ। প্রথম দুই ম্যাচে নেই কুলদীপ যাদব। তৃতীয় ম্যাচে দলে ফিরবেন। ২২ সেপ্টেম্বর মোহালিতে প্রথম ম্যাচ। ২৪ এবং ২৭ সেপ্টেম্বর যথাক্রমে ইন্দোর ও রাজকোটে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। 

প্রথম দুটো ম্যাচের দল:

কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষাণ, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

তৃতীয় ম্যাচের দল

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ। 

আকর্ষণীয় খবর