আজকাল ওয়েবডেস্ক: ঋদ্ধিমান সাহাকে নিয়ে তোলপাড় ভারতীয় ক্রিকেট।
রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি তাঁকে কী বলেছিলেন সেটা প্রকাশ্যে এনে হইচই ফেলে দিয়েছেন বাংলার উইকেটকিপার। স্বাভাবিকভাবেই রবি রাতে রাহুল দ্রাবিড়ের ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে প্রসঙ্গ উঠবেই। কোনও রাকঢাক না করেই ভারতের কোচ স্বীকার করে নিলেন ঋদ্ধি যে শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়তে পারে সেটা আগেই তিনি তাঁকে জানিয়েছিলেন। তবে ঋদ্ধির বিস্ফোরক মন্তব্যে আহত নন ভারতের কোচ। দ্রাবিড় বলেন, 'ঋদ্ধিমান প্রচারমাধ্যমকে যা বলেছে তাতে আমি আহত হইনি। ওর সম্মান এবং ভবিষ্যতের কথা ভেবেই ওকে পরামর্শ দিয়েছিলাম। আমার মনে হয়েছিল ও সততা এবং স্বচ্ছতা পাওয়ার যোগ্য। সত্যিটা ওর জানা উচিত। তবে সংবাদমাধ্যমে এইভাবে এটা প্রকাশ্যে চলে আসবে ভাবিনি। আমি সব ক্রিকেটারদের সঙ্গেই খোলামেলা কথা বলতে পছন্দ করি। প্রত্যেক ম্যাচে ১১ জনের দল বেছে নেওয়ার আগে আমি সবার সঙ্গে কথা বলি। কারণ সুযোগ না পেয়ে অনেকেই হতাশ হয়। তাঁদের বোঝানোর চেষ্টা করি। তবে সব কথাই যে ক্রিকেটাররা মানতে পারবে তা নয়। তাই আমি এইসবে আহত হইনা। সত্যিটা কঠিন হলেও মেনে নিতে হয়। কার্পেটের তলায় লুকিয়ে রাখা যায় না।'
বয়স কি বাধা হয়ে দাঁড়াল ঋদ্ধির সামনে? তেমন মনে করছেন না দ্রাবিড়। তবে ভারতীয় কোচ স্পষ্ট জানিয়ে দেন, একটা সময়ের পর তরুণদের সুযোগ দিতে হয়। আর এইমুহূর্তে ঋষভ পন্থ ভারতের প্রথম চয়েজ। রাহুল দ্রাবিড় বলেন, 'ঋষভ পন্থ নিজেকে তৈরি করে ফেলেছে। এটা অস্বীকার করার জায়গা নেই। ও আমাদের একনম্বর উইকেটকিপার। এখন একজন তরুণ উইকেটকিপারকে আমরা তুলে আনতে চাইছি। একটা সময়ের পর নির্বাচকরাও ভাবতে শুরু করে কখন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে। তবে সেটার জন্য ঋদ্ধির ওপর আমার যা অনুভূতি এবং সম্মান সেটা শেষ হয়ে যাবে না।' দ্রাবিড়ের এই মন্তব্য থেকে পরিষ্কার ঋদ্ধিমানের জন্য ভারতীয় দলের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল।
Fugitive: বাংলাদেশের ‘নীরব মোদি’ পিকে হালদারের বিপুল সম্পত্তির খোঁজ কলকাতার বুকে!
Roddur Roy: কবি মমতা ব্যানার্জির পুরস্কার নিয়ে অপমানজনক মন্তব্য! রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
CID: কলকাতায় তিন ভুয়ো কলসেন্টারে হানা সিআইডির, গ্রেপ্তার ২০
Babul Supriyo: কাটল জটিলতা, জয়ের ২৫ দিন পর শপথ নিলেন বিধায়ক বাবুল