আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে হঠাৎ হাজির বিশেষ অতিথি।
শুক্রবার বিকেলে লাল হলুদ তাঁবুতে উপস্থিত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বেশ কিছুক্ষণ মাঠের ধারে বসে স্টিফেন কনস্ট্যানটাইনের প্র্যাকটিস দেখেন। অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার সহ বাকিদের সঙ্গে আলোচনাও করতে দেখা যায় ক্রীড়ামন্ত্রীকে। ইস্টবেঙ্গলের অনুশীলনে এবার প্রাক্তনীদের ছড়াছড়ি। প্রথম দিন হাজির ছিলেন ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাঁজি, সৌমিক দেরা। শুক্রবার জাতীয় দলের পুরনো কোচের সঙ্গে দেখা করতে এসেছিলেন দেবজিৎ ঘোষ, অনিত ঘোষ, রহিম নবি, অর্ণব মণ্ডলরা। দ্বিতীয় দিন কনস্ট্যানটাইনের কড়া নজরদারিতে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন চলে। এদিন প্র্যাকটিসে যোগ দেন সুমিত পাসি। রাউন্ডগ্লাস পাঞ্জাব থেকে এই দেশীয় স্ট্রাইকারকে নেওয়া হয়েছে। সপ্তাহ শেষে স্থানীয় ফুটবলাররা চলে আসবে। সোমবার থেকে পুরোদমে প্র্যাকটিস চলবে। এখন দুই বেলা করে চলছে ট্রেনিং। সকালে রিজার্ভ দলকে কোচিং করাচ্ছেন বিনো জর্জ। বিকেলে সিনিয়র দলের অনুশীলন চলছে স্টিফেনের তত্ত্বাবধানে। এদিকে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য ফেডারেশনে আবেদন ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। আইএফএর সমস্ত টুর্নামেন্ট এই নামেই খেলবে ইস্টবেঙ্গল। বাংলার ফুটবল নিয়ামক সংস্থায় ইতিমধ্যেই নাম পরিবর্তন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতে ফেডারেশনকেও চিঠি পাঠান লাল হলুদের কর্তারা। কাগজপত্র খতিয়ে দেখে এএফসির কাছে পাঠাবে ফেডারেশন।
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
NRS Hosrpital: বাঁ কানের অংশ দিয়ে তৈরি হল ডান কান, কিশোর অনুরাগ এখন সুস্থ
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার