আজকাল ওয়েবডেস্ক: মুখে নানারকম শব্দ।
মারধর এবং আক্ষরিক অর্থেই চুলোচুলি। টানের চোটে হাতে উঠে এল দলাদলা চুল। মাথার কিছুটা জায়গা ফাঁকা বা ন্যাড়া। ঘটনাস্থল হাওড়ার গোলাবাড়ি থানার বিজয়কুমার মুখার্জি স্ট্রিট। যেখানে গর্ভবতী মহিলা রিমা জৈনের চুল ছিঁড়ে নিল তাঁর প্রতিবেশী কয়েকজন। অভিযোগ, আক্রান্ত মহিলা যে বাড়িতে ভাড়া থাকেন সেখানকারই ভাড়াটে নেহা সোনকার এবং অন্যান্যরা তাঁকে এই মারধর করে। দু’তরফেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বাড়িতে জলের পাম্পের সমস্যা নিয়েই এই ঘটনা ঘটেছে। আক্রান্ত মহিলা রিমা জৈন অভিযোগ করেন, পাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য জলের সমস্যা হচ্ছিল। এই নিয়ে কয়েকদিন ধরেই সমস্যা চলছিল। শনিবার এই নিয়ে ঝগড়া শুরু হলে তিনি দেখতে যান এবং এরপরেই তাঁকে আক্রমণ করা হয়। তিনজন পুরুষ এবং তিনজন মহিলা মিলে তাঁকে মারধর করে বলে তাঁর অভিযোগ। আক্রান্ত মহিলার অভিযোগ, তিনি গর্ভবতী এই কথাটা তাঁর স্বামী বলার পরেও তাঁকে ছাড়া হয়নি। মারধরের পাশাপাশি টেনে তাঁর চুল ছিঁড়ে নেয় অভিযুক্তরা। তাঁর হাতে ও পায়ে আঘাত রয়েছে। আরও এক প্রতিবেশীর অভিযোগ, দুই প্রতিবেশীর বিবাদে মাঝখানে পড়ে যাওয়ার জন্য রিমাকে মারধর ও চুল ছিঁড়ে নেয় প্রতিবেশী দুই পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: রাজ্যে ফের স্কুল খোলার তৎপরতা, ক্লাস শুরু হতে পারে নবম থেকে দ্বাদশ শ্রেণির
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?