আজকাল ওয়েবডেস্ক: ইডেনে প্রথম প্লে অফে নিঃসন্দেহে ফেভারিট গুজরাট।
ব্যাটে-বলে সমান ধারাবাহিক হার্দিক পাণ্ডিয়ারা। অন্যদিকে ছন্দপতন হয়েছে রাজস্থানের তারকা ক্রিকেটার জস বাটলারের। ব্রিটিশ ওপেনারের হাত ধরেই তরতর করে এগিয়ে যাচ্ছিল স্যামসনের দল। কিন্তু হঠাৎ পারফরম্যান্স গ্রাফ পড়তির দিকে। শেষ তিন ম্যাচে রান পাননি বাটলার। এমনকী ডবল ডিজিট এও পৌঁছতে পারেননি। শেষ তিন ম্যাচে তাঁর সংগ্রহ ২, ২, ৭ রান। অথচ আইপিএলের শুরুটা ধামাকা দিয়ে করেছিলেন বাটলার। তিনটে শতরান করেন। মোট রান ৬২৯। কিন্তু টুর্নামেন্টের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফর্ম হারান বাটলার। আচমকা রানের খরায় চিন্তিত খোদ ব্রিটিশ ক্রিকেটার।
মঙ্গলবার ইডেনে প্লে অফে শক্তিশালী গুজরাটের মুখোমুখি রাজস্থান। আত্মবিশ্বাস ফেরাতে চলতি আইপিএলে নিজের ইনিংসগুলোই ভরসা রাজস্থানের ওপেনারের। বাটলার বলেন, 'আইপিএলের শুরু থেকে ভাল ফর্মে ছিলাম। প্রত্যেকটা ম্যাচ উপভোগ করছিলাম। টুর্নামেন্টের প্রথমদিকে জীবনের সেরা ক্রিকেট খেলেছি। কিন্তু শেষ তিনটে ম্যাচে রান পাইনি। প্রচণ্ড হতাশ হয়েছি। প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সেই ইনিংসগুলো থেকেই আত্মবিশ্বাস পাওয়ার চেষ্টা করছি।' সোমবার সন্ধের নেটে বেশ কিছুক্ষণ গা ঘামাতে দেখা যায় বাটলারকে। তাঁর ফর্ম নিয়ে চিন্তিত হলেও রাজস্থান ম্যানেজমেন্ট মনে করছে, যেকোনও সময় আবার রানে ফিরবেন বাটলার। তবে ইডেনে হার্দিকদের মাত দিতে সঞ্জু স্যামসন, দেবদত্ত পাড়িক্কলের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে রাজস্থান। একদিন আগেই বৃষ্টি হওয়ায় পিচ থেকে কিছুটা সুবিধা পাবে পেসাররা। প্র্যাকটিস উইকেটে ভাল সুইং চোখে পড়ল। তাই বল হাতে পার্থক্য গড়ে দিতে চাইবে বোল্টরাও।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের