Bill Gates: করোনায় আক্রান্ত বিল গেটস

আজকাল ওয়েবডেস্ক: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে নিজেই টুইট করেছেন শীর্ষস্থানীয় এই ধনকুবের। করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন তিনি। 

 

টুইট করে বিল গেটস লেখেন, 'আমি করোনা পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিজেকে আইসোলেশনে রাখছি।' 

আরেকটি টুইটে তিনি লেখেন, 'আমি সৌভাগ্যবান যে আমি টিকা পেয়েছি এবং পরীক্ষা-নিরীক্ষা ও দুর্দান্ত চিকিৎসা, সেবা পেয়েছি।' প্রসঙ্গত, কয়েক মাস আগেই করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছিলেন বিল গেটস। 

করোনাভাইরাস মহামারি অবসানে সোচ্চার ভূমিকা রাখছেন বিল গেটস। বিশেষ করে বিশ্বের দরিদ্র দেশগুলোতে করোনা টিকা ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বাড়াতে মার্কিন এই ধনকুবের বেশ সক্রিয়। 

আরও পড়ুন: 'বামপন্থীরা এখন সঙ্কটে, শূন্য থেকে শুরু করতে হবে', পরামর্শ সব্যসাচী চক্রবর্তীর 

আকর্ষণীয় খবর