Atk Mohun Bagan: পাঁচ বছরের জন্য এটিকে মোহনবাগানে আশিক, চুক্তি বাড়ল মনবীরের

আজকাল ওয়েবডেস্ক: দলবদলের বাজারে কোমর বেঁধে নেমে পড়েছেন এটিকে মোহনবাগানের কর্তারা।

ডেভিড উইলিয়ামসের বদলে এশীয় কোটায় একজন স্ট্রাইকার খোঁজা হচ্ছে। শোনা যাচ্ছে জাপানের ইউজমা সুজুকির সঙ্গে কথা চলছে। এছাড়াও শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার এ লিগে খেলা সার্বিয়ান স্ট্রাইকার আলেক্সজান্ডার প্রিজোভিচের    সঙ্গে কথাবার্তা চলছে। সার্বিয়ান ইব্রা বলা হয় তাঁকে। 'প্রিজো' বলে খ্যাত। রয় কৃষ্ণর জায়গায় তাঁকে নিতে চাইছে সবুজ মেরুন কর্তারা। তবে এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি। স্থানীয় ফুটবলারদের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে আশুতোষ মেহতা, সুসাইরাজকে। এদিকে তরুণ ফুটবলার আশিক কুরিয়ানকে সই করাল সবুজ মেরুন। ভারতীয় দলের উইঙ্গারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি থেকে সবুজ মেরুনে যোগ দেবেন আশিক। 

জামশেদপুর এফসি থেকে আবার এটিকে মোহনবাগানে যোগ দিচ্ছেন প্রণয় হালদার। সবুজ মেরুন থেকে লোনে গিয়েছিলেন তিনি। এদিকে মনবীর সিংয়ের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হল। সরকারিভাবে ঘোষণা না করা হলেও জানা গিয়েছে, পাঞ্জাবের স্ট্রাইকারের সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি করেছে সবুজ মেরুন। ২০২০-২১ মরশুমে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে এফসি গোয়া থেকে তাঁকে নিয়েছিল এটিকে মোহনবাগান। এখনও পর্যন্ত ৫৩ ম্যাচে ১৫ গোল করে ফেলেছেন। ফেরান্দোর পছন্দের ফুটবলার মনবীর। এছাড়াও বেশ কিছু ফুটবলার এটিকে মোহনবাগানের নজরে আছে। সন্তোষ ট্রফি জেতানো কেরলের ফুটবলার জেসিনের সঙ্গে কথাবার্তা চলছে সবুজ মেরুনের।

আকর্ষণীয় খবর