আজকাল ওয়েবডেস্ক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী মুখ আনিস খুনে তোলপাড় হাওড়ার আমতা।
ঘটনাস্থল ঘিরতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পুলিশ। অধিকারিকদের ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। প্রাণহানির আশঙ্কার কথা আগেই আনিস জানিয়েছিলেন বলে দাবি তাঁর পরিবারের। তা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এদিকে ছেলের মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেওয়ার আর্জি জানিয়েছেন আনিসের বাবা।
প্রসঙ্গত, শুক্রবার রাতে পুলিশের বেশে আনিসের বাড়িতে ঢুকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। সত্যিই কি পুলিশ এই ঘটনায় জড়িত নাকি পুলিশের বেশে দুষ্কৃতীরা শুক্রবার রাতে হাজির হয়েছিল আনিসের বাড়িতে? প্রশ্নের উত্তর এখনও অধরা।
আরও পড়ুন: দীর্ঘদিনের লড়াই শেষ! প্রয়াত রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পাণ্ডে
এদিকে শুক্রবার থানায় খবর দিলেও শনিবার সকালে পুলিশ আসে। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়ার পর পুলিশ আর ঘটনাস্থলেই আসেনি বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর প্রায় দেড়দিন পেরিয়ে গেলেও কেন ঘেরা হল না ঘটনাস্থল? দেহ উদ্ধারের পর কেন পুলিশ আধিকারিকরা সেখানে গেলেন না? এই নিয়ে প্রশ্ন করা হলে ঘটনাস্থল থেকে এক পুলিশ আধিকারিক জানান, অন্য কাজে তাঁরা ব্যস্ত থাকায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। বিক্ষোভের জেরে বাধ্য হয়ে ফিরে যেতে হয় আধিকারিকদের।
Fugitive: বাংলাদেশের ‘নীরব মোদি’ পিকে হালদারের বিপুল সম্পত্তির খোঁজ কলকাতার বুকে!
Roddur Roy: কবি মমতা ব্যানার্জির পুরস্কার নিয়ে অপমানজনক মন্তব্য! রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
CID: কলকাতায় তিন ভুয়ো কলসেন্টারে হানা সিআইডির, গ্রেপ্তার ২০
Babul Supriyo: কাটল জটিলতা, জয়ের ২৫ দিন পর শপথ নিলেন বিধায়ক বাবুল