আজকাল ওয়েবডেস্ক: ফের বিদ্রোহ বিজেপিতে! এর আগে সংগঠন নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন বাঁকুড়া জেলা থেকে নির্বাচিত বিজেপির একাধিক বিধায়ক।
একের পর এক ঘটনায় দলের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলেন বাঁকুড়া জেলার চার বিধায়ক। এবার তাঁদের মধ্যে দু’জন কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে আবেদন জানালেন। যার ফলে জোর জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে। কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা ও ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল ধাড়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিরাপত্তা ছাড়তে চেয়েছেন তাঁরা। নিরাপত্তারক্ষী প্রত্যাহারের আর্জি জানিয়ে চিঠি পাঠানোর কথা ইতিমধ্যেই স্বীকার করেছেন দুই বিধায়ক।
বিজেপি বিধায়ক অমরনাথ রাখার দাবি, ব্যক্তিগত কারণে নিরাপত্তারক্ষীদের প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তিনি। এমনকী, প্রথম থেকেই নাকি তিনি কেন্দ্রীয় নিরাপত্তা চাননি বলে দাবি ওই বিধায়কের। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি নির্মল ধাড়া।
আরও পড়ুন: কলকাতার অদূরেই তৈরি হবে রাজ্যের আরও এক বিমানবন্দর! নবান্নের তৎপরতা শুরু
গত কয়েক মাস ধরেই রাজ্য বিজেপিতে ডামাডোল লেগে রয়েছে। দলের অন্দরেই অনেকে ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ কেউ দল ছেড়ে বেরিয়েও গিয়েছেন। এবার কি তাঁরাও সেই তালিকায় নাম লেখাবেন? তা অবশ্য সময়ই বলবে।
Debasree Roy: ‘আপাতত রাজনীতিতে নয়’, জানালেন দেবশ্রী
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই