Indian Army: লাদাখে ভারতীয় সেনার গাড়ি পড়ল নদীতে, মৃত ৭ জওয়ান! 

আজকাল ওয়েবডেস্ক: লাদাখের রাস্তা থেকে নদীতে পড়ে গেল ভারতীয় সেনার গাড়ি।

এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাত জওয়ানের। শুক্রবার ২৬ জন জওয়ানকে নিয়ে পার্টাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের দিকে যাচ্ছিল সেনার গাড়ি। প্রায় ৯ কিমি চলার পর থয়েসের কাছে গাড়িটি পিছলে রাস্তা থেকে নীচে শিয়ক নদীতে পড়ে যায়। রাস্তা থেকে ৫০-৬০ ফুট নীচে ছিল নদী। সেনার মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় সবারই অল্পবিস্তর চোট আঘাত চোট লেগেছে। 
দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি সাত জওয়ানকে। আরও অনেকেরই আঘাত গুরুতর বলে জানা গেছে। সেনা সূত্রে জানানো হয়েছে, আহতদের চিকিৎসায় যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় থাকা জওয়ানদের সুচিকিৎসার জন্য অন্যত্র উড়িয়ে নিয়ে যেতে বায়ুসেনাকেও অনুরোধ করা হয়েছে।  

প্রতীকী ছবি
 

আকর্ষণীয় খবর