আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকে মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে শনিবার।
শপথ নিতে পারেন আরও ২৪ জন। গত শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী পদে ডিকে শিবকুমার ছাড়াও আরও আটজন বিধায়ক। এক সপ্তাহের মধ্যেই সিদ্দারামাইয়া মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে বলে কংগ্রেস সূত্রে খবর।
সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার বৃহস্পতিবার দিল্লি গিয়ে এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেনুগোপাল এবং কর্ণাটকের দায়িত্বপ্রাপ্ত নেতা রণদীপ সিং সুরজেওয়ালার সঙ্গে বৈঠক করেন। শুক্রবার সকালে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। রাহুল গান্ধীর সঙ্গেও বৈঠক হবে। রাহুলই সম্ভবত চূড়ান্ত তালিকায় সই করবেন। প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভার আসন সংখ্যা ২২৪। পরিষদীয় বিধি মেনে তাঁদের ১৫ শতাংশ অর্থাৎ ৩৪ জন মন্ত্রী হতে পারেন। গত শনিবার ১০ জন মন্ত্রী শপথ নিয়েছেন। অর্থাৎ আরও ২৪ জন মন্ত্রী এখনও শপথ নিতে পারেন। সম্ভাব্য মন্ত্রীদের মধ্যে বিজেপি জমানার উপমুখ্যমন্ত্রী লক্ষ্মণ সভড়ী, দলত্যাগী জেডিএস নেতা এসআর শ্রীনিবাস, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এসআর বঙ্গারাপ্পার ছেলে তথা বিধায়ক মধুর নাম নিয়ে জল্পনা রয়েছে। ভোটে হেরে গেলেও প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারকে মন্ত্রী করে তাঁকে বিধানপরিষদ থেকে জিতিয়ে আনা হতে পারে বলেও শোনা যাচ্ছে।