Weather Today: ফিরছে শীতের আমেজ, বাংলায় চলবে বৃষ্টি?

আজকাল ওয়েবডেস্ক: গত কয়েক দিন উধাও ছিল শীতের আমেজ। বাড়ছিল তাপমাত্রা। তবে এবার বাধা কাটিয়ে ফের রাজ্যে ফিরেছে ঠাণ্ডা-ঠাণ্ডা ভাব। নামছে পারদ। সর্বনিম্ন তাপমাত্রাও গত কয়েক দিনের তুলনায় অনেকটা কমে গিয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই ভালই ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন ঠান্ডা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই খবর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজ্যবাসী।

আরও পড়ুন: স্কুল খুলতে না খুলতেই পুরভোটে ডাক শিক্ষকদের, শিক্ষাব্যবস্থার ক্ষতি নিয়ে উঠছে প্রশ্ন

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি। তবে সপ্তাহান্তে আরও নামতে পারে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী, কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতায় শীতের আমেজ অনুভব করা যাচ্ছে। রাতের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে।  আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে  উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে দু-তিন দিন চলবে এই বিক্ষিপ্ত বৃষ্টি।

 

আকর্ষণীয় খবর