আজকাল ওয়েবডেস্ক: বাংলার উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টির সম্ভাবনা।
মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর–পশ্চিম ও পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হচ্ছে। যা ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় সোমবারের পর আরও শক্তি বাড়াতে পারে।। শক্তি বাড়িয়ে নিম্নচাপটি ওড়িশা ও বাংলা উপকূলের মাঝে স্থলভাগে প্রবেশ করতে পারে। তার জেরেই বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।
হাওয়া অফিসর পূর্বাভাস, আগামী ৮ আগস্ট সোমবার থেকে ১১ আগস্ট পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা তো রয়েইছে। সেই জন্যই মৎস্যজীবীদের ৮ থেকে ১১ আগস্ট উপকূলে মাছ ধরতে যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ৭ আগস্ট রাতের মধ্যেই সমুদ্র উপকূল থেকে তাঁদের ফিরে আসতে বলা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ওই চারদিন বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
আরও পড়ুন: প্রেসিডেন্সিতে পার্থ, আলিপুরে অর্পিতা, প্রয়োজনে জেলে জিজ্ঞাসা ইডির
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
NRS Hosrpital: বাঁ কানের অংশ দিয়ে তৈরি হল ডান কান, কিশোর অনুরাগ এখন সুস্থ
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার