Weather Update: ‌ধেয়ে আসছে ‘‌জাওয়াদ’‌, দুর্যোগের আশঙ্কায় বাতিল প্রায় ১০০ ট্রেন

আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ–ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ‘‌জাওয়াদ’‌।

তার প্রভাবে বৃষ্টিতে ভাসবে বাংলা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে। দুর্যোগের আশঙ্কায় আগামী ৩ ও ৪ ডিসেম্বর সতর্কতামূলক ব্যবস্থা এবং যাত্রী সুরক্ষার কথা ভেবে ৯৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। জানা গেছে, শুক্রবার হাওড়া ও সাঁতরাগাছি থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে হয়েছে, হাওড়া–যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, পুরুলিয়া–ভিল্লুপুরম এক্সপ্রেস, হাওড়া–হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস, হাওড়া–এমজিআর চেন্নাই এক্সপ্রেস, হাওড়া–যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া–এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল, সাঁতরাগাছি–এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাওড়া–মাইসোর উইকলি এক্সপ্রেস, হাওড়া–সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস সহ আরও একাধিক ট্রেন। 

 

আরও পড়ুন:‌ ‘‌মনে হয় না লোকসভা ভোটে কংগ্রেস ৩০০ আসন পাবে’‌, দলের অস্বস্তি বাড়ালেন গুলাম নবি


আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। যা ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরে ঢুকবে। বৃহস্পতিবার এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দক্ষিণ–পূর্ব, পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখানেই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। শনিবার সকালে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। ‘‌জাওয়াদ’‌ এর প্রভাবে শুক্রবার সকাল থেকেই কলকাতা–সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টি এবং উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড়–বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জাওয়াদের প্রভাবে উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা এখন সমুদ্রে রয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে তাদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

আকর্ষণীয় খবর